১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ঢাকা প্রতিনিধি *বর্তমানে দেশে অর্থনীতিতে যে ধরণের সমস্যা রয়েছে তার মূলে রয়েছে মার্কিন ডলারের সংকট। ডলার সংকট ও দর বৃদ্ধির ফলে উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যে পড়ছে নেতিবাচক প্রভাব ।

এর ফলে উচ্চ মূল্যস্ফীতি হচ্ছে। জিনিসপত্রের বাড়তি ব্যয় মেটাতে মানুষের কষ্ট হচ্ছে। সব মিলিয়ে এ পরিস্থিতি অর্থনীতিকে বিপদে ফেলছে। নীতিনির্ধারকরা দীর্ঘদিন ধরে, ‘অচিরেই’ এর সমাধান হবে বলে আসলেও, সেই ‘অচিরেই’ আর আসছে না।

এরমধ্যে বাংলাদেশে ব্যাংক জানিয়েছে যে, অগাস্ট মাসে রেমিটেন্স কমেছে ২১ শতাংশ-যা গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন। এটি বৈদেশিক মুদ্রার কমতে থাকা রিজার্ভের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে।

বাংলাদেশে গত দুই বছর ধরে রিজার্ভের আকার কমছে এবং সর্বশেষ হিসাব অনুযায়ী বর্তমানে দেশে ২৩.০৬ বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে।

চলতি সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুর দায় পরিশোধের পর এর পরিমাণ আরো এক বিলিয়ন ডলার কমবে। দুই বছর আগে দেশে রিজার্ভের পরিমাণ ইতিহাসের সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের বেশি থাকলেও পরবর্তীতে এটি কমতে শুরু করে-যা এখনো পর্যন্ত ঠেকানো যাচ্ছে না।

বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংকিং খাতে ডলারের দাম আরো বেড়েছে যা রবিবার থেকে কার্যকর হয়েছে। কারণ অনেক ব্যাংক সীমার চেয়ে বেশি দামে ডলার বিক্রি করছে। এতে আমদানি খরচ বাড়বে। যার প্রভাব পড়বে পণ্যের দামে।

এছাড়া হুন্ডির বাজার শক্তিশালী হয়ে ওঠায় দেশে বৈধ পথে রেমিট্যান্স বা প্রবাসী আয় প্রবাহে বিপর্যয় নেমে এসেছে।

গত অগাস্টে দেশে রেমিট্যান্স প্রবাহ কমেছে ২১ দশমিক ৪৮ শতাংশ। এর আগে জুলাইয়েও রেমিট্যান্স পাঁচ দশমিক ৮৮ শতাংশ কম এসেছিল। যদিও গত দুই বছরে প্রায় ২০ লাখ নতুন শ্রমিক কাজের সন্ধানে বিদেশ গেছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, অগাস্টে ব্যাংকিং চ্যানেলে ১৫৯ কোটি ৯৪ লাখ ডলার রেমিটেন্স এসেছে দেশে। যা গত বছরের একই সময়ে ছিল ২০৩কোটি ৬৯ লাখ ডলার।

প্রায় দুই বছর ধরে দেশে বৈদেশিক মুদ্রার সংকট চলছে। আমদানি দায় ও বিদেশী ঋণ পরিশোধে হিমশিম খাচ্ছে দেশের ব্যাংকগুলো। এ অবস্থায় চলতি অর্থবছরের প্রথম দুই মাসেই রেমিট্যান্স প্রবাহে বড় বিপর্যয় ব্যাংকগুলোর বিদ্যমান সংকট বাড়িয়ে তুলেছে।

এদিকে জুলাই মাসে চালু হওয়া বাজারভিত্তিক সুদহার ব্যবস্থার উদ্যোগে দুই মাস পর সেপ্টেম্বরে নেয়া নতুন ঋণের ক্ষেত্রে ‘স্মার্ট (সিক্স মান্থস মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল- স্মার্ট) সুদহার করিডোর ১০ দশমিক ১৪ শতাংশ নির্ধারণ করে ব্যাংকগুলোকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রতি ছয় মাসের গড় সুদহার হচ্ছে ‘স্মার্ট’ রেট। সেপ্টেম্বর মাসে আগস্ট মাসের ‘স্মার্ট’ সুদহার জানিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। এর আগে গত জুন ও জুলাই মাসের ‘স্মার্ট’ রেট ছিল ৭ দশমিক ১০ শতাংশ।

চলতি সপ্তাহ এবং আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং রাশিয়া থেকে উচ্চ পর্যায়ের তিন জন প্রতিনিধি বাংলাদেশ সফর করবেন। এই প্রতিনিধিদের সফরে প্রাধান্য পাবে রোহিঙ্গা সংকট এবং নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা ইস্যু আলোচনা।

এই সফরকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে কারণ বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাওয়ার যার কারণে যা ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আরো বেগবান হয়েছে। এছাড়া এই সফরগুলো বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে আগে হওয়াও একটি বড় কারণ।

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক-সামরিক সম্পর্ক বিষয়ক ব্যুরোর উপ-সহকারী সেক্রেটারি মিরা রেজনিক আজ ঢাকায় পৌঁছাবেন এবং তিনি আগামীকাল নবম যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বার্ষিক দ্বিপক্ষীয় নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন।

আগামী ৯-১০ সেপ্টেম্বর দিল্লিতে জি-২০ সম্মেলনে যোগ দেয়ার আগে ৭-৮ সেপ্টেম্বর বাংলাদেশ সফরের কথা রয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের। আর জি-১০ সম্মেলনের পর ১০-১১ কিংবা ১১-১২ সেপ্টেম্বর ঢাকা সফরের কথা রয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর।