১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

“জিপিএইচ ইস্পাতের কোয়ান্টাম ইলেকট্রিক আর্কফার্নেস প্রযুক্তিসমৃদ্ধ প্ল্যান্ট একটি রেফারেন্স প্ল্যান্ট। বাংলাদেশের মতো দেশে প্রাইমেটালস প্রযুক্তি সহায়তা দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে বিশ্বসেরা কোয়ান্টাম ইলেক্ট্রিক আর্কফার্নেস ও উইনলিংক প্রযুক্তির পিউর এন্ড ক্লিনস্টিল তৈরি করেছে। তা দেখে আমরা অভিভূত। এই অভিজ্ঞতা টাটা ভবিষ্যতের প্রকল্পে কার্যকরভাবে কাজে লাগাতে চায়।কিভাবে সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে বিশ্বমানের ইস্পাত সামগ্রী তৈরি করছে তাঁর অভিজ্ঞতা নিতে আমরা এসেছি”

টাটাস্টীলের হেড অব ইঞ্জিনিয়ারিং (স্টীলমেকিং) সন্তোষ কুমার মৌরয়া  ১-২নভেম্বর দুইদিনব্যাপী জিপিএইচ ইস্পাতের কুমিরাস্থ প্ল্যান্ট পরিদর্শন করে এ অভিমত ব্যক্ত করেন।উক্ত প্ল্যান্টের প্রযুক্তি সহায়ক প্রতিষ্ঠান প্রাইমেটালস’র তত্ত্বাবধানে তারা ইস্পাতখাতের এই বিশ্বমানের প্রজেক্ট পরিদর্শনে আসেন।এ প্রসঙ্গে উল্লেখ্য যে, টাটা বিশ্বঅর্থনীতির জায়ান্ট প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশে তাদের বিনিয়োগ রয়েছে। বাংলাদেশেও তারা ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার কথা ছিলো।

আকরিক লোহা থেকে ইস্পাত তৈরি করতে হলে অধিকতর কার্বন নিঃসরণ হয়ে পরিবেশ দুষণ হয়। তাই স্ক্র্যাপ বেইজড প্রকল্প থেকে ইস্পাত তৈরি করবে।সেক্ষত্রে প্রাইমেটালসের কোয়ান্টাম আর্কফার্নেস প্রযুক্তি প্রাধান্য দিয়েছে। এটাই প্রতিনিধি দলের সফরের মুখ্য উদ্দেশ্য। ইস্পাতসহ বিভিন্ন সেক্টরে টাটা যেখানে বিশ্বখ্যাত ও অণুকরণীয়। সেখানে বাংলাদেশে জিপিএইচ ইস্পাত প্রযুক্তির দিকে অগ্রগামী।

টাটার প্রতিনিধি দল দুইদিনব্যাপী পরিদর্শন কালে স্ক্র্যাপ প্রিহিটিং টেকনোলোজি, অপদ্রব্যমুক্ত ইস্পাত উৎপাদন,ম্যাংগানিজও সালফার রেশিও, কোয়ালিটি কন্ট্রোল ও এসুরেন্স সিস্টেমসহ অন্যান্য সকল বিষয়ে অবহিত হন।

জিপিএইচ ও প্রাইমেটালস এর পক্ষ থেকে বলা হয় “সম্পূর্ণ কম্পিউটারাইজডইন্টিগ্রেটেড ডিজিটাল শিল্প প্রযুক্তি- যা স্টেট অব আর্ট টেকনোলজি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে” ।

মতবিনিময়কালেআরও উপস্থিত ছিলেন টাটা স্টিল লিমিটেডের সিনিয়র ম্যানেজার(মিলস)ইঞ্জিনিয়ার শ্যাম্পু কুমার, সিনিয়র ম্যানেজার(ডিএন্ড ই)স্ট্রাকচারাল ত্রিদিপ মন্ডল, সিনিয়র ম্যানেজার(এসএমএলপি)কৃষ্ণামুরারিচৌবে, প্রাইমেটালস অস্ট্রিয়ার ভাইস প্রেসিডেন্ট(গ্লোবালবিজনেস ইউনিট)জোসেফগালেটনার এবং প্রাইমেটালস অস্ট্রিয়ার ভাইস প্রেসিডেন্ট (প্ল্যান্ট সলিউশনস) স্টেফান ফেলনার, প্রাইমেটালস ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট(প্রজেক্টস)দিলিপ সরকার, প্রাইমেটালস ইউ এস এ(বিআইডি প্রজেক্ট)ম্যানেজার পিটার কেইজার, জিপিএইচ ইস্পাতের নির্বাহী পরিচালক (সেলস এন্ড মার্কেটিং) শোভন মাহবুব শাহাবুদ্দীন, নির্বাহী পরিচালক (প্ল্যান্ট) মাদানী এমই মতিয়াজ হোসেন এবং হেড অব প্ল্যান্ট ড.এস এম সুমন।

.