দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ডেঙ্গুর প্রকোপে আতংকিত দেশের জনগণ। অন্যদিকে বন্দরনগরী চট্টগ্রাম জলাবদ্ধতা সমস্যায় জর্জরিত। জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম নগরবাসী অসহনীয় ভোগান্তি পোহাতে হচ্ছে। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসণে এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে। আজ শনিবার (১২ আগস্ট) বিকেল ৫টায় নগরীর কোতোয়ালী মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন করণীয় ও নির্দেশনামূলক লিফলেট বিতরণ করা হয়। নেতৃবৃন্দ জলাবদ্ধতা নিরসণ ও ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সচেতনতা সৃষ্টির বিকল্প নেই বলে মন্তব্য করেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশে ডেঙ্গু পরিস্থিতি আজ খুব ভয়াবহ। হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গুতে মানুষের ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির আশংকা দেখা দিয়েছে। বক্তারা আরও বলেন, মশা নিধনে সংশ্লিষ্ট সংস্থাকে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়। এডিস মশা নিধনে বাস্তব উদ্যোগ সর্বদিক হতে নিতে হবে। যতদ্রুত সম্ভব সব এলাকায় মশা নিধনের ঔষধ ছিটানো হোক, সব নালা-নর্দমা পরিষ্কার করা হোক। নেতৃবৃন্দ ডেঙ্গু রোগীর সংখ্যা অনুপাতে ডাক্তার-নার্সসহ প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করার দাবি জানান। ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকেও সচেতন হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন, জনগণকেও সচেতন হতে হবে। ঘর ও বাড়ির আশপাশ যতটা সম্ভব পরিস্কার রাখতে হবে এবং বাসায় জমে থাকা পানি নিষ্কাশন করতে হবে। অন্যদিকে নগরীর জলাবদ্ধতা নিরসণে নালা-নর্দমা ও খালে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে নগরবাসীর প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।
খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসু’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর কমিটির উপদেষ্টা ৩৪নম্বর পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর পুলক খাস্তগীর, মহানগর কমিটির সহ-সভাপতি দেবাশীষ রায়, সম্পাদকমণ্ডলীর সদস্য প্রীতম দাশ, জয়ন্ত রাহা, সদস্য জনার্দ্দন বনিক, প্রবাল চৌধুরী মানু, উষারআলো খেলাঘর আসরের সভাপতি অধ্যাপক জোবেদা খানম, ঝিনুককুঁড়ি খেলাঘরের সভাপতি বিপ্লব মল্লিক, জুঁই খেলাঘরের সাধারণ সম্পাদক লিটন শীল, নীলাম্বরী খেলাঘরের সাধারণ সম্পাদক রবিশংকর সেন নিশান, বৈশাখী খেলাঘরের আজিজুল হাকিম ইমরান প্রমুখ। এতে সভাপতিত্ব করেন খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি মহিউদ্দিন শাহ।