১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম নগরীতে সর্বসাধারণের চলাচলের রাস্তা, ফুটপাত  ও নালার জায়গা দখল করে বিভিন্ন ভবনের অংশ বর্ধিতকরণ,  সড়ক ও নালা দখল করে অনুমতিবিহীন স্ল্যাব স্থাপনসহ ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে  জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১৪ জন ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১ লাখ ৯০ হাজর টাকা জরিমানা আদায় করা হয়।

বুধবার (২৩ নভেম্বর)চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী  পরিচালিত    মোবাইল  কোর্ট এসব জরিমানা আদায় করেন।

ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন,নগরীতে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করায় প্রায় দুই শতাধিক দোকান ও স্থাপনা উচ্ছেদ করে রাস্তা ও ফুটপাতের অবৈধ দখলমুক্ত করা হয়।  অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।

একইদিন স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অপর অভিযানে নগরীর লালদিঘী মোড় থেকে  আন্দরকিল্লা মোড় এলাকার রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করা এবং নির্মাণ সামগ্রী রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, র‌্যাব, পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা করেন।