১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের উদ্যোগে কমিউনিটি রেসকিউ স্টেশন এর কাছে সেফটি গগলস ও ফেসসিল্ড হস্তান্তর অনুষ্ঠান নগরীর নাসিরাবাদ এলাকায় কমিউনিটি রেসকিউ স্টেশনে বৃহস্পতিবার (২৭জুলাই)  বিকালে  অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারির ডিস্ট্রিক্ট সেক্রেটারি মোহাম্মদ আকবর হোসেন। এতে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট প্রদ্যোত কুমার সাহা পিএইচএফ।

বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি রেসকিউ স্টেশনের কর্ণধার সাইফুল ইসলাম নেছার, পিপি মোতাহের হোসেন, পিপি মাইনুদ্দিন এডিশনাল ডিস্ট্রিক্ট সেক্রেটারি, পিপি রকি উদ্দিন রিপন, ক্লাব ফাস্টলেডি রোটারিয়ান অপর্ণা রায়, ডিস্ট্রিক্ট ইভেন্ট প্রোমোশন চেয়ার ও প্রোগ্রাম কো- অডিনেটর সিপি মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট সেক্রেটারি মোহাম্মদ আকবর হোসেন, কমিউনিটি রেসকিউ স্টেশনের কর্ণধার সাইফুল ইসলাম নেছার। বক্তারা বলেন, কমিউনিটি রেসকিউ স্টেশনে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। দুর্যোগ মোকাবেলায় সংগঠনটি ফায়ার সার্ভিস-কর্মীদের কাজে সহযোগিতা করে। রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল দুর্যোগ মোকাবেলায় সংগঠনটির কার্যক্রম পরিচালনায় সহযোগিতার জন্য সেফটি গগলস ও ফেসসিল্ড হস্তান্তর করার জন্য ধন্যবাদ জানান।

সেফটি গগলস ও ফেসসিল্ড হস্তান্তর করছেন চিটাগাং ইম্পেরিয়াল নেতৃবৃন্দ