১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

রোটারি ক্লাব অব চিটাগং হিলটাউনের প্রথম নিয়মিত সভা ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান গোলাম মওলা মামুনের সভাপতিত্বে ও সঞ্চালনায় চট্টগ্রাম রোটারি সেন্টারে অনুষ্ঠিত হয়।

সভায় রোটারির নতুন বছর (২০২৩-২৪) শুরু উপলক্ষে কেককাটা, পিপি রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফের জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন, সদ্য বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান অধ্যাপক প্রদীপ কুমার দাশের পাঁচটি ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড ও এফেক্টটিভ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ও রোটারিয়ান হিসেবে তাঁর আমেরিকাসফর নিয়ে আলাপচারিতা সবকিছু মিলিয়ে নিয়মিত সভা বেশ প্রাণবন্ত হয়ে ওঠে। বিশেষ করে রোটারিয়ান শীলা চৌধুরী ও শুক্লা আচার্যের মনমাতানো গান সকলকে রীতিমতো মুগ্ধ করে। সভার আরেকটি নজরকাড়া বিষয় ছিল, যথাসময়ে সভায় উপস্থিত রোটারিয়ান ও রোটারি পিনপরিহিত রোটারিয়ানদের লটারির মাধ্যমে বাছাই করে দুজনকে পুরস্কৃত করা। অ্যাসিসটেন্ট গভর্ণর এম ই আজিজ চৌধুরী লিটনের উদ্যোগে এ আয়োজন ও পুরস্কার প্রদান করা হয়।

পিপি রোটারিয়ান মোহাম্মদ ইউসুফের রোটারি প্রত্যয় পাঠের মাধ্যমে শুরু হওয়া সভায় গভর্নরের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়ন, সময়মতো আরআই ও ডিস্ট্রিক্ট ডিউজ পরিশোধ এবং ডিজি ভিজিট সম্পন্ন করাসহ সফল রোটারি বছর উপহার দেয়ার পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন ক্লাবের অ্যাসাইনড অ্যাসিটেন্ট গভর্নর এম ইনামুল আজিজ চৌধুরী লিটন, ডেপুটি গভর্নর পিপি রোটারিয়ান শেখ জামাল আহমেদ, জোনাল কো-অর্ডিনেটর পিপি রোটারিয়ান মো.দিদারুল ইসলাম, ডিস্টিক্ট সেক্রেটারি পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার সৈয়দ জুলফিকার আলী নোমান, পিপি রোটারিয়ান আমজাদ হোসেন, পিপি রোটারিয়ান দেবদুলাল ভৌমিক, পিপি রোটারিয়ান মোহাম্মদ ইউসুফ, রোটারি ক্লাব অব সাগরিকার প্রেসিডেন্ট রোটারিয়ান এম আজিজুল ইসলাম বাবুল, রোটারি ক্লাব অব চিটাগং সুপ্রীমের প্রেসিডেন্ট রোটারিয়ান জুবাইদুর রশিদ রণি, রোটারি ক্লাব অব অ্যাংকর সিটি চিটাগং এর প্রেসিডেন্ট রোটারিয়ান অ্যাডভোকেট মো. ফখরুল ইসলাম, চিটাগং হিলটাউনের প্রেসিডেন্ট-ইলেক্ট রোটারিয়ান সাংবাদিক আলীউর রহমান রুশাই, সহসভাপতি রোটারিয়ান প্রিন্সিপাল জনার্দন কুমার বণিক, সাবেক সেক্রেটারি রোটারিয়ান অরুণ কান্তি মল্লিক, রোটারিয়ান শীলা চৌধুরী, রোটারিয়ান শুক্লা আচার্য, রোটারি ক্লাব অব অপরূপা চিটাগং এর পিপি রোটারেক্টর নাঈমুল ইসলাম ও প্রেসিডেন্ট হেফাজ উদ্দিন।