রোটারি ক্লাব অব চিটাগং হিলটাউনের ডিজি ভিজিট, ক্লাব অ্যাসেম্বলি ও নিয়মিতসভা চট্টগ্রাম রোটারি সেন্টারে অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (২৬ আগস্ট) সকাল ১০টায় প্রথমে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ গভর্নর ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান হিলটাউন ক্লাব পরিদর্শন করেন। তিনি ক্লাবের একবছরের সেবা কার্যক্রমের লক্ষ্যমাত্রা নিয়ে উপদেশমূলক দিকনির্দেশনা দেন। এছাড়া সেবার পরিধি বাড়াতে রোটারি ফাউন্ডেশানে আর্থিক অবদান রাখতে ক্লাব সদস্যদের আরও তৎপর হতে ক্লাব সভাপতিকে পরামর্শ দেন এবং ক্লাবের কর্মকাণ্ড নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট সেক্রেটারি পিপি রোটারিয়ান মোহাম্মদ আকবর হোসেন, ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ সেক্রেটারি পিপি রোটারিয়ান শামসুল আলম রিপন, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর পিপি রোটারিয়ান মো. দিদারুল আলম, ক্লাব সভাপতি রোটারিয়ান গোলাম মাওলা মামুন, প্রেসিডেন্ট-ইলেক্ট রোটারিয়ান সাংবাদিক আলীউর রহমান রুশাই ও ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ সালাউদ্দিন।

ডিজি ভিজিট শেষে ক্লাব অ্যাসেম্বলি ও নিয়মিতসভা ক্লাব সভাপতি গোলাম মাওলা মামুনের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে রোটারির স্বায়ী প্রকল্পের ওপর গুরুত্বারোপ করে গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান রোটারির সেভেন এরিয়া অব ফোকাস যেমনঃ শান্তি স্থাপন ও বিরোধ নিরসন, রোগ প্রতিরোধ ও চিকিৎসা, পানীয়জল ও স্যানিটেশন, মাতৃত্ব ও শিশুস্বাস্থ্য, মৌলিক শিক্ষা ও স্বাক্ষরতা এবং অর্থনীতি ও সম্প্রদায়ের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া অগ্রাধিকার প্রকল্প বিশেষ করে “হোম ফর হোমলেস পীপল্” প্রকল্প বাস্তবায়নে এগিয়ে আসতে সকলকে উদাত্ত আহবান জানান।
আইপিপি রোটারিয়ান অধ্যাপক প্রদীপ কুমার দাশের রোটারি প্রত্যয় পাঠের মাধ্যমে শুরু হওয়া নিয়মিতসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট সেক্রেটারি মোহাম্মদ আকবর হোসেন, ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ সেক্রেটারি শামসুল আলম রিপন, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর পিপি রোটারিয়ান মো, দিদারুল আলম, পিপি রোটারিয়ান মো. আমজাদ হোসেন, পিপি রোটারিয়ান প্রণব কুমার দেব, পিপি রোটারিয়ান সাংবাদিক দেবদুলাল ভৌমিক, পিপি রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, প্রেসিডেন্ট-ইলেক্ট রোটারিয়ান সাংবাদিক আলীউর রহমান রুশাই, সহ-সভাপতি রোটারিয়ান প্রিন্সিপাল জনার্দন কুমার বণিক, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ সালাউদ্দিন, রোটারিয়ান শীলা চৌধুরী, রোটারিয়ান শওকত হোসেন, রোটারিয়ান শ্যামল বিশ্বাস,রোটারিয়ান রোজী সাহা, রোটারিয়ান কামিনী চক্রবর্তী,রোটারিয়ান লক্ষী সরকার,রোটারেক্টর হেফাজ উদ্দিন, রোটারেক্টর মঞ্জুরুল আহসান তাহসিন প্রমুখ।
সভায় রোটারি ক্লাব অব চিটাগং হিলটাউনের সাবেক সভাপতি, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিকের জন্মদিন উপলক্ষে কেককেটে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া গভর্নর মতিউর রহমান রোটারি-পিন পরিয়ে স্বাস্থ্য পরিদর্শক লক্ষী সরকারকে নতুন সদস্য হিসেবে বরণ করে নেন।
