১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

সাধারণ সম্পাদক রিপন কিশোর রায় ভিন্নতার কারণে ধর্মের পার্থক্য থাকলেও সবার লক্ষ্য এক সৃষ্টিকর্তার সন্তুষ্টির লাভ ও তার আশীর্বাদ কামনা সবধর্মের প্রার্থনার মুল লক্ষ্য বলে মন্তব্য করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা (প্রতিমন্ত্রী) মো. রেজাউল করিম চৌধুরী।

মঙ্গল (০৮ আগস্ট) সকালে বাটালি হিলস্থ নগর ভবনের মেয়র দপ্তরে  চসিক পূজা উদযাপন পরিষদের সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব কুমার চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন। উপস্থিত ছিলেন-কাউন্সিলর এম আশরাফুল আলম, আবদুস সালাম মাসুম, গোলাম মোহাম্মদ, আবদুল মান্নান, সংরক্ষিত কাউন্সিলর নিলু নাগ, রুমকী সেন গুপ্ত, প্রকৌশলী ঝুলন কুমার দাশ, কৃষ্ণ প্রসাদ দাশ, সমীর কর, অঞ্জন চক্রবর্তী, রিপন কিশোর রায়, পল্লব কুমার দাশ, টিংকু দাশ, তবলু দাশ, সীমা দে, সেতু শীল প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক রতন কুমার চৌধুরী এবং গত বছরের অর্থ প্রতিবেদন পাঠ করেন বিনয় ভূষন আচার্য্য।

মেয়র বলেন, দুর্গোৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের উৎসব। বর্তমান সরকার এ উৎসবকে রাষ্ট্রীয় উৎসব হিসাবে স্বীকৃতি দিয়েছন। কাজেই এই পূজা যাতে স্বার্থক, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন হয়  সেই বিষয়ে সকলকে সজাক থেকতে হবে এবং দুষ্কৃতিকারা যাতে পূজা উৎসবে ব্যাঘাত সৃষ্টি করতে না পরে।

সভায় সর্বসম্মতিক্রমে মেয়র বীর মুক্তিযোদ্ধা (প্রতিমন্ত্রী) মো. রেজাউল করিম চৌধুরী সকলের সম্মতিক্রমে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পূজা উদযাপন পরিষদের সভাপতি পদে কাউন্সিলর শৈবাল দাশ ও সাধারণ সম্পাদক পদে রিপন কিশোর রায় এর নাম ঘোষণা করেন।