চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা নেতৃত্বে নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। রবিবার (০১ অক্টোবর )
মোবাইল কোর্ট পরিচালনাকালে পাহাড়তলী থানাধীন সাগরিকা রোড ও পোর্ট কানেক্টিং রোডের ফুটপাত ও নালা দখল করে পুরাতন লোহার পাইপ ব্যবসাসহ মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে ৮ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ৪৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।