রেল ভ্রমণে মাদক, ছিনতাই ,অজ্ঞান ও মলম পার্টি এবং চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে ও টিকেট কালোবাজারি থেকে সতর্ক হওয়ার বিষয়ে রেলওয়ে পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হলো ওপেন হাউস ডে সভা ।
বুধবার (৩০আগস্ট) চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশ চট্টগ্রাম রেল স্টেশনে এ সভার আয়োজন করে।
চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল করিম এর সভাপত্বিতে ওপেন হাউস ডে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।

সভায় আরো উপস্থিত ছিলেন ডিবি, রেলওয়ে জেলা, চট্টগ্রাম, স্টেশন ম্যানেজার, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, প্লাটফর্ম স্টেশন মাস্টার, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, সিআই, আরএনবি, চট্টগ্রাম রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন ব্যবসায়ি, সাংবাদিক, আরএনবি, রেলওয়ে কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রেলওয়ে পুলিশের সদস্যগণ
নিজের আশেপাশে ব্যক্তির গতিবিধি লক্ষ্য রাখতে, সন্দেহজনক মনে হলে বা অবৈধ মালামাল বহন করলে রেলওয়ে পুলিশকে অবহিত করার আহবান জানিয়ে প্রধান অতিথি বলেন, ট্রেনে ভ্রমণরত অবস্থায় অপরিচিত ব্যক্তির দেয়া কোনো খাবার, পানীয় বা কোনো কিছু গ্রহণ করবেন না। অসংগতভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় ট্রেনের ছাঁদে, বাপারে ও ইঞ্জিনে আরোহন করা থেকে বিরত থাকতে, বিনা টিকেটে ট্রেনে ভ্রমন না করতে, ট্রেন স্টেশনে সম্পূর্ণ থামার পর সতর্কতার সাথে উঠা-নামা করতে, নিজ নিজ ব্যাগ ও মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখতে অনুরোধ করেন।
এছাড়া তিনি টিকেট কালোবাজারিদের হতে টিকেট ক্রয় না করতে এবং কালোবাজারি ও চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারিকে ধরিয়ে দিতে পুলিশকে সহায়তা করতে, দুষ্কৃতিকারী কর্তৃক নিক্ষিপ্ত পাথরের আঘাত হতে নিজেকে রক্ষার জন্য ট্রেনের জানালা বন্ধ রাখতে সকলকে সচেতন থাকার আহবান জানান ।
অনুষ্ঠানে এলাকার স্থানীয়দের পাথর নিক্ষেপের কূফল, ভয়াবহতা, শাস্তি সংক্রান্তে অবহিত করা হয়।