সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব এস.এম আল মামুন বলেন, সীতাকুণ্ড ইকোনমিক হাব করতে হলে উপজেলার মুরাদপুর পর্যন্ত চট্টগ্রাম বন্দর সম্প্রসারণ জরুরী। এ মুরাদপুরে অনেক মন্ত্রীসহ অনেক গুণী মানুষের জন্ম আপনাদের সাথে নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করবো, বেড়িবাঁধকে ইকোনোমিক জোন পর্যন্ত সম্প্রসারণের চেষ্টা করব।
আজ ২২ ডিসেম্বর ৫নং বাড়বকুণ্ড ঈদগাঁহ মাঠে জনসভা এবং মুরাদপুর ইউনিয়নে গণসংযোগ কালে উপজেলার মডেল মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের সাথে মতবিনিময় এ কথা বলেন।
বাড়বকুণ্ডের জনসভায় সভাপতিত্বে করেন ইউনিয়ন আওয়ালী লীগের সভাপতি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওরঙ্গজেব সাবু এর সঞ্চলনায় বক্তব্য রাখেন জয়নাল আবেদীন সুজা, এড. ভবতোষ নাথ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জালাল আহম্মদ, আবেদীন আল মামুন, ওসমান চৌধুরী, উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহজান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জাবেদ আল মাহমুদ।
এ সময় সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি চেয়ারম্যান এস এম রেজাউল করিম বাহার, সহ সভাপতি আবুল কালাম চেয়ারম্যান, মহিউদ্দিন আহম্মদ, জাহাঙ্গীর ভূঁইয়া, মুরাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মোঃ শাহাবউদ্দিন, সাবেক চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বাবু, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ, মশিউর রহমান, বন ও পরিবেশ সম্পাদক রাহুল আমীন, ইউপি সদস্য ইকরাম হোসেন টিটু, মো. সালা উদ্দিন, দেলোয়ার হোসেন মেম্বার, শফি মেম্বার, শ্রমিকনেতা দুলাল দে, যুবগীল নেতা আরমান প্রমুখ।
তিনি ইউনিয়নের বশরত নগর, গুলিয়াখালী, গুপ্তাখালী, দোয়াজীপাড়া, গোলাবাড়ীয়া, ভাটেরখীলসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।