১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালকে ১লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির কর্মকর্তারা বৃহস্পতিবার (৮ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে ল্যাব, ফার্মেসীসহ বিভিন্ন বিভাগে তল্লাসী চালান। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা , রোগ পরীক্ষার মূল্য তালিকা প্রদর্শনীতে না থাকা ও  বেশিদামে ওষুধ (বিদেশি ওষুধ, ইনজেকসনসহ) বিক্রির দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম এর কর্মকর্তারা হাসপাতালটিকে ১লাখ টাকা জরিমানা করা হয় বলে চট্টগ্রামভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এর উপ পরিচালক ফয়েজ উল্লাহ চাটগাঁর বাণীকে বলেন। অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির উপ-পরিচালক ফয়েজ উল্লাহ এবং সহকারি পরিচালক আনিসুর রহমান ও দিদার হোসেন।

একইদিন সকালে খুলশি থানা এলাকার হেলথ চেকআপ ডায়াগনস্টিক নামে একটি প্রতিষ্ঠান টেস্ট না করে ভুয়া রির্পোট প্রদান করছিল। অভিযান পরিচালনার সময় এ অপরাধের হাতে নাতে প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সংস্থাটির কর্মকর্তারা।

অভিযানে সহযোগিতা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. দিদার হোসেন ও মো. আনিছুর রহমান।

এর আগে গত মার্চ ৯ ডায়াবেটিক হাসপাতাল ক্যাফেটেরিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চসিকের ভ্রাম্যমাণ আদালত।

অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ, নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার ও কর্মচারীদের স্বাস্থ্য সনদ না করায় এ জরিমানা  করেন।

চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল একটি দাতব্য চিকিৎসা প্রতিষ্ঠান হলেও এখানে ইনডোর রোগীদের কাছ থেকে মাতাতিরিক্ত ফি (বেসরকারি হাসপাতালের মতো) আদায় ও ফার্মেসীতে চড়াদামে ওষুধ বিক্রির অভিযোগ পুরোনো।