১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

২০২৩-২৪ রোটারি-বছরের ডিস্ট্রিক্ট অ্যাডভাইজরি, কো-অর্ডিনেটিং,ট্রেনিং, সেক্রেটারিয়েট, গভর্নর স্পেশাল এইড, সার্জেন্ট এন্ড আর্মস, এরিয়া ও জোন লিডারশিপ টিম সদস্যদের নাম ঘোষণা ও পরিচয়করণ, ক্লাবগুলোর জন্যে গভর্নরের অগ্রাধিকার সব প্রকল্পের চিত্র তুলে ধরে গভর্নর (২০২৩-২৪) ইঞ্জিনিয়ার মতিউর রহমান বলেন,“ দল-গঠনের কাজ এখনো শেষ হয়নি, আরও ছয়মাস সময় আছে,এরই মধ্যে অন্য অভিজ্ঞ রোটারিয়ানদের বিভিন্ন দলে অন্তর্ভুক্ত করে দল-গঠনের কাজ যথাসময়ে শেষ করা হবে। আমি চেষ্টা করেছি,যারা যেক্ষেত্রে অভিজ্ঞ তাদেরকে সেই দলে রাখার। বর্তমানে আমাদের রোটারি জেলায় যেসব সেবামূলক কাজ চলছে, তার ধারাবাহিকতা বজায় রেখে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্যে আরও অধিকতর সেবাদানের চেষ্টা করবো- যার ধারাবাহিকতা পরবর্তী গভর্নর অব্যাহত রাখবেন।” রোটারিকে সফল ও সমৃদ্ধ করতে হয় টিমওয়ার্কের মাধ্যমে। সকলের সম্মিলিত সহযোগিতায়  আমি একটি  সফল আদর্শ রোটারিবছর উপহার দিতে চাই।”

বক্তব্য রাখছেন ডিজিই ইঞ্জিনিয়ার মতিউর রহমান

গতকাল (৯ ডিসেম্বর ২০২২) সন্ধ্যারাতে চট্টগ্রাম ক্লাবের জিরো লেভেলে পিপি রোটারিয়ান মোহাম্মদ আশরারের কোরআন তেলোয়াত ও পিপি রোটারিয়ার দিদারুল ইসলামের রোটারি প্রত্যয় পাঠের মাধ্যমে শুরু হওয়া টিম বিল্ডিং এন্ড ইয়ার প্লেনিং প্রিপারেটরি মিটিং “প্রত্যাশা”-২০২৩-২৪ অনুষ্ঠানে বিপুলসংখ্যক রোটারি লিডার উপস্থিত ছিলেন।

পিপি রোটারিয়ান ডা মঈনুল ইসলাম মাহমুদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পিডিজি এম এ আউয়াল, পিডিএফএল খালেদা আবিদ আউয়াল, পিডিজি  ইঞ্জিনিয়ার আবদুল আহাদ, পিডিজি দিলনাশিন মহসিন, পিডিজি ড. বেলাল উদ্দিন আহমেদ, আইপিডিজি আবু ফয়েজ খান চৌধুরী,ডিজি রুহেলা খান চৌধুরী,এফডিএফএল  অতিরিক্ত কর কমিশনার শামিনা ইসলাম,ডিজিএন এ এইচ এম ফয়সাল আহমেদ, আইপিপি রোটারিয়ান শামসুল আলম, ডিজিই মতিউরপুত্র সাজিদ রহমান,পুত্রবধূ তাসলিমা ইয়াসমিন চৌধুরী।

অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।