১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে চট্টগ্রামের চারটি কর অঞ্চলে সেরা করদাতা সম্মাননা প্রদান করেছে আয়কর বিভাগ।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে  নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু হলে সেরা করদাতাদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীরমুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী প্রধান অতিথি ও চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার সোফিয়া জাহান।

অনুষ্ঠানে সম্মাননা জানানো হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম জেলা, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলার সর্বোচ্চ করদাতাদের।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর অঞ্চল থেকে ২০২১-২২ করবর্ষের দীর্ঘ সময় ধরে কর প্রদানকারী দুজন। তারা হলেন- ফজলুল হক এবং মৃদুল বড়ুয়া চৌধুরী। সর্বোচ্চ করদাতা তিনজন। তারা হলেন- আলী হোসাইন আকবর আলী, মোহাম্মদ নাদের খান এবং আবু মোহাম্মদ। আর সর্বোচ্চ করদাতা একমাত্র নারী হলেন, শামিম হাসান। এছাড়া তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা হলেন, মোহাম্মদ মুমিনুল হক।

চট্টগ্রাম জেলা থেকে দীর্ঘ সময় ধরে করদাতা নির্বাচিত হয়েছেন মো. হাবিব উল্লাহ এবং মো. নাছির উদ্দিন ভূঁঞা। সর্বোচ্চ করদাতা তিনজন হলেন, মোহাম্মদ ইলিয়াছ, লিয়াকত আলী এবং শেখ জিয়াউল হক। সর্বোচ্চ কর প্রদানকারী নারী করদাতা হলেন, রোকেয়া বেগম এবং তরুণ পুরুষ ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতা হয়েছেন সাফায়াত জামান খান।

সীতাকুণ্ডের সেরা করদাতা হিসেবে মো. নাছির উদ্দিন ভূঁঞা সম্মাননা নিচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীরমুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর কাছে থেকে।