রোটারি ইন্টারন্যাশনালের একটি অন্যতম প্রধান স্তম্ভ হলো- ‘দ্য রোটারি ফাউন্ডেশন (টিআরএফ)। এর মাধ্যমে রোটারি সারা বিশ্বে তার দাতব্য কর্মতৎপরতা পরিচালনা করে; বিশ্বের বিভিন্ন দেশে মানবতার কাজে অর্থের ব্যবস্থা করে। তাই, টিআরএফ তহবিলে টাকা দান করা প্রত্যেক রোটারিয়ানের কর্তব্য। রোটারিতে ‘এভরি রোটারিয়ান এভরি ইয়ার’ বলে একটি স্লোগান আছে। প্রত্যেক রোটারিয়ানকে প্রত্যেক বছর টিআরএফ তহবিলে দান করতে উৎসাহ-দান করা-ই এই স্লোগানের মূল লক্ষ্য। টিআরএফ তহবিলে দানের অর্থ হচ্ছে রোটারির আন্তর্জাতিকতার সাথে ক্লাবকে ও নিজেকে সম্পৃক্ত করা। টিআরএফ ফান্ডে দেয়া টাকা থেকে প্রশাসনিক কাজে ব্যয় বাবদ কিছু টাকা রেখে অর্ধেক অ্যানুয়েল ফান্ড, বাকি অর্ধেক ডিডিএফ ফান্ডে বরাদ্দ করা হয়। তিনবছর পর ওই ডিডিএফ টাকা আসবে নিজ ডিস্ট্রিক্ট-এ ব্যয়ের জন্যে, বাকিটা বিশ্বের বিভিন্ন জায়গায় গ্লোবাল গ্রান্ট হিসেবে দেয়া হয়-যাতে বিশ্বের সব ক্লাবই অংশ নিতে পারে। রোটারি ফাউন্ডেশনের মূল লক্ষ্য হচ্ছে, রোটারিয়ানদের মাধ্যমে বিশ্ব সমঝোতা, সহমর্মিতা ও শান্তি স্থাপন করা। এ জন্যে রোটারি ফাউন্ডেশন শিক্ষা, স্বাস্থ্য উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে কার্যক্রম গ্রহণ করে থাকে। টিআরএফ তহবিলে অনুদান প্রদানে রোটারিয়ানদের উৎসাহ দিতে প্রতিবছর আয়োজন করা টিআরএফ সেমিনার।
আজ (১২ নভেম্বর ২০২২) সকালে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে আরআই ডিস্ট্রিক্ট ৩২৮২ এর উদ্যোগে ও রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগং এর সার্বিক আয়োজনে দ্য রোটারি ফাউন্ডেশন (টিআরএফ) সেমিনার অত্যন্ত সফল ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়।
প্রোগ্রাম চেয়ারম্যান আজিজুল গণি চৌধুরীর সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তাদের বক্তব্যের সুর ছিল একটা-ই, তা হলো- আর্থিক অনুদানের মাধ্যমে রোটারি ফাউন্ডেশন তহবিলকে সমৃদ্ধ করা। টিআরএফ তহবিল যতবেশি সমৃদ্ধ হবে, রোটারির চাকা ততবেশি সচল হবে; উপকৃত হবে বিশ্বের সুবিধাবঞ্চিত অসহায় মানুষ। টিআরএফ ফান্ডে শুধু টাকা দেয়া হয়, তা নয়, অভিজ্ঞতা ও কলাকৌশল জানা থাকলে তার চেয়ে বেশি টাকা টিআরএফ ফান্ড থেকে আনাও যায়। বক্তারা আরও বলেন, রোটারির পাবলিক ইমেজ ও সেবামূলক কাজের পরিধি বাড়াতে হবে; বাড়াতে হবে সদস্য সংখ্যা। তবে সদস্যদের অবশ্যই চিত্ত ও বিত্তের অধিকারি হতে হবে। বর্তমান রোটারি গভর্নর টিআরএফ ফান্ডে যে টাকা প্রদানের প্রতিশ্রতি দিয়েছেন- তা যাতে পূরণ হয় সেই ব্যাপারে এগিয়ে আসার জন্যে রোটারিয়ানদের উদাত্ত আহবান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত সকল পিডিজি ও ডিস্ট্রিক্ট লিডারদের পরিচয় করিয়ে দেন ডিস্ট্রিক্ট সেক্রেটারি জেনারেল সিপি রোটারিয়ান মোহাম্মদ শাহজাহান। বক্তব্য রাখেন পিডিজি আবদুল আহাদ, পিডিজি ডা. মঞ্জুরুল হক চৌধুরী (ভার্চুয়ালি), পিডিজি প্রফেসর ড. মো. তৈয়ব চৌধুরী, পিডিজি প্রিন্সিপাল লে. কর্নেল(অব.) এম আতাউর রহমান পীর, পিডিজি আবু ফয়েজ খান চৌধুরী, ডিস্ট্রিক্ট গভর্নর রুহেলা খান চৌধুরী, ভাইস-গভর্নর ও ডিস্ট্রিক্ট ট্রেনার দিলনাশিন মহসিন, গভর্নর-ইলেক্ট ইঞ্জিনিয়ার এম.মতিউর রহমান, পিপি রোটারিয়ান ডা. ম্ঈনুল ইসলাম মাহমুদ, পিপি রোটারিয়ান প্রফেসর ডা. ইমরান বিন ইউনুস, রোটারিয়ান শামিনা ইসলাম, পিপি রোটারিয়ান প্রফেসর ডা. ওয়াজির আহমেদ, সদ্য সাবেক ডিস্ট্রিক সেক্রেটারি জালাল উদ্দিন বাবলু।
সেমিনারের শুরুতে সম্প্রতি নিহত আগ্রাবাদ মা ও শিশুহাসপাতালের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি, রোটারি ক্লাব অব চিটাগং এর সাবেক সভাপতি, চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান (সাবেক) রোটারিয়ান অধ্যাপক ডা. এ এস এম ফজলুল করিমের স্মরণে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করা হয়।