[bangla_date] || [english_date]

অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামে কর্মরত সংগঠন ইপসা (ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন) স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন’র আয়োজনে বিএনএফ দিবস-২০২৩’পালন করা হয়।

২ ডিসেম্বর সকালে সংশপ্তক, পার্ক, উপকূল সমাজ উন্নয়ন সংস্থা, সমতা মহিলা সমাজ উন্নয়ন সংস্থা.নারী জাগরণ সংস্থা, গণ উন্নয়ন প্রচেষ্টা’র কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে ইপসা’র কনফারেন্স কক্ষে দিবসটি পালিত হয়।

দিবসটি পালনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। আলোচনা সভা শেষে চট্টগ্রামের চাদগাঁও আবাসিক এলাকা ১৩ নম্বর রোড হতে একটি র‌্যালি ১৪ নম্বর রোড় ঘুরে আবারো ১৩ নম্বর সড়কে ইপসা প্রধান কার্যালয়ের সামনে এসে শেষ হয়। আলোচনা সভায় বক্তাগণ বিএনএফ’র সকল কার্যক্রম নিষ্ঠার সাথে পালনের মাধ্যমে চট্টগ্রামে কর্মরত সংগঠনগুলো আগামীতেও যেন তাদের কার্যক্রমের উজ্জ্বল ভাবমূর্তি অক্ষুন্ন রাখেন সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে বিশেষভাবে অনুরোধ জানান। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইপসা’র (পরিচালক-অর্থ) পলাশ চৌধুরী । সভাপতিত্ব করেন, ইপসা’র  (পরিচালক-অর্থনৈতিক  মো. মনজুর মোরশেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমতা মহিলা সমাজ উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক মোমেনা আক্তার নয়ন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্ক নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম মান্না, উপকূল সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ জোবায়ের ফারুক, সংশপ্তক এর  প্রোগাম ম্যানেজার সুনিল কুমার সাহা ও সহকারী পরিচালক জয়নাব বেগম চৌধুরী ।

সভার সঞ্চালনে ছিলেন ইপসা ও বিএনএফ  প্রোগ্রাম অফিসার সাদিয়া তাজিন।

আলোচনা সভায় সবার সম্মতিক্রমে সকলের সাথে কার্যকরী সুসম্পর্ক বজায় রাখার জন্য BNF Partner Ctg নামে একটি whats up group খোলার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া  চট্টগ্রামে বিএনএফ’র কর্মরত সংগঠনসমূহ হতে একটি ব্লাড ডোনেশান লিষ্ট তৈরীর সিদ্ধান্ত গৃহীত হয়।