১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম ১০ আসনের উপ-নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনার মনোনীত প্রার্থী নৌকার মাঝি আলহাজ্ব মো. মহিউদ্দীন বাচ্চুর সাথে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ (বিপিপি)  চট্টগ্রাম কেন্দ্রের নেতৃবৃন্দের  প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৮ জুলাই)  সন্ধ্যায় এ সভায় বিপিপি- চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুন এর সভাপতিত্বে  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম। প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম ১০ আসনের প্রার্থী আলহাজ্ব মো. মহিউদ্দীন বাচ্চু উপস্থিত ছিলেন।

বক্তারা উন্নয়ন ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব মো. মহিউদ্দীন বাচ্চুকে সার্বিক সহযোগিতা করার মাধ্যমে জয়লাভ করার জন্য অভিমত ব্যক্ত করেন।

আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দীন বাচ্চু বলেন, জনগণের ভালোবাসা পেয়েই আমি নৌকার প্রার্থী হয়েছি। তাই এই জনগণকে নিয়েই সামনের দিকে এগিয়ে যাবো। তিনি সকলের দোয়া ও আর্শীবাদ কামনা করেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী এনামুল বাকী, প্রকৌশলী খোরশেদ উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইউসুফ, দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান, সহ-দপ্তর সম্পাদক প্রকৌশলী শেখ রাব্বী তৌহিদুল ইসলাম, প্রচার সম্পাদক প্রকৌশলী আবুল হাশেম, বিপিপির সদস্য প্রকৌশলী সুব্রত দাশ, প্রকৌশলী মাঈন উদ্দীন জুয়েল,প্রকৌশলী গিয়াস ইবনে আলম, প্রকৌশলী অনুপম দে, প্রকৌশলী সৈকত কান্তি দে, প্রকৌশলী আশিকুল ইসলাম, প্রকৌশলী আবুল ফজল মো. সাকিব আমান,  প্রকৌশলী মো. ইফতেখার আহমেদ, প্রকৌশলী সৈয়দ ইকবাল পারভেজ, প্রকৌশলী সাইফুদ্দীন মো. ফোরকান চৌধুরী, প্রকৌশলী তুহিন রায় ও অন্যান্য নেতৃবৃন্দ।