[bangla_date] || [english_date]

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার সম্মেলন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তারা বলেছেন, নির্বাচন যত অবাধ ও সুষ্ঠু হোক না কেন দলীয় নেতৃত্বের সংকট, অন্তর্দ্বন্ধ এবং অতীতের সন্ত্রাসের কর্মকাণ্ডের কারণে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হবে এমনটি ঐ দলের নীতিনির্ধারকরাও মনে করেন না। জামায়াত ও অন্যান্য শরীকদের দল আসন ভাগভাগি করলেও বিএনপি যেহেতু সরকার গঠন করতে পারবে না, সেহেতু তারা নির্বাচন ভণ্ডুল করার জন্য অরাজক পরিস্থিতি সৃষ্টি করবে এটাই স্বাভাবিক। বিএনপি যেভাবে আমেরিকা ও ইউরোপের রাষ্ট্রদূতদের কাছে ধর্ণা দিচ্ছে সেটা এই দলের দেউলিয়াপনা শুধু নয়, বাংলাদেশের সার্বভৌম মর্যাদার জন্য অত্যন্ত হানিকর। একইভাবে আমেরিকার রাষ্ট্রদূত যেভাবে একটি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে তা শুধু কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থি নয়, বাংলাদেশের জাতীয় নিরাপত্তার পাশাপাশি এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ।

 বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নেতা লেখক-সাংবাদিক শওকত বাঙালি

সংগঠনের চট্টগ্রামের সাবেক সহ-সভাপতি ও ১৪ দলীয় জোট নেতা স্বপন সেনের সভাপতিত্বে ০৩ ডিসেম্বর, সন্ধ্যা ৬টায় নগরীর চেরাগী পাহাড়স্থ বঙ্গবন্ধু ভবনে চট্টলবন্ধু এস.এম জামাল উদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ৮ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গবেষক লেখক-সাংবাদিক শওকত বাঙালি।

জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নগর আওয়ামী লীগ নেতা মো. অলিদ চৌধুরীর সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন-স্বাধীনতা সংগ্রামী মানিক চৌধুরীর সুযোগ্য সন্তান রাজনীতিক দীপংকর চৌধুরী কাজল, মহানগর যুবলীগ সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মঈনুদ্দিন, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর আওয়ামী লীগ নেতা ফজলুল হক বিএসসি’র সুযোগ্য সন্তান শিক্ষিকা সৈয়দা তাহ্মিনা সুলতানা, সেচ্ছাসেবক লীগ দক্ষিণ জেলা সহ-সভাপতি আবু সাদাত মো. সায়েম, যুবলীগ নেতা হাজী মো. ইব্রাহিম, এ.কে.এম জাবেদুল আলম সুমন, প্রণব দাশ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মিথুন মল্লিক, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা কাজী ইনামুল হক দানুর সুযোগ্য সন্তান কাজী মুহাম্মদ রাজিশ ইমরান, বীর মুক্তিযোদ্ধা জাফর আহমেদ সিএনসি’র সুযোগ্য সন্তান জয়নুদ্দীন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ ধরের সুযোগ্য সন্তান অধ্যাপক সরিৎ ধর, অনলাইন এক্টিভিস্ট শওকত খান, নির্মূল কমিটি জেলা নেতা অ্যাডভোকেট মোহাম্মদ সাহাব উদ্দিন, অসীত বরণ বিশ্বাস, রাজীব চৌধুরী রাজু, সুচিত্রা গুহ টুম্পা, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ভূইয়ার সুযোগ্য সন্তান নাজমুল হক ভূইয়া, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শামসুল আলমের সন্তান মো. রায়হান, আকবরশাহ্ থানা শাখার আহ্বায়ক সাহাব উদ্দিন (আঙ্গুর), বাঁশখালী থানা শাখার সাধারাণ সম্পাদক সাদ্দাম হোসাইন, ইমন শীল, মো. রাকিব হাসান, মো. জামশেদুল ইসলাম চৌধুরী, রাহুল দত্ত, অমিত পালিত অংকুর, সাধন চন্দ্র দত্ত, প্রবাল চৌধুরী মানু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শওকত বাঙালি বলেন, বিএনপি-জামায়াত গোষ্ঠী খাল কেটে কুমির আনার চেষ্টা করছে বটে তবে তাদের এ কথা ভুলে গেলে চলবে না-বাংলাদেশ এখনও ইরাক, আফগানিস্থান কিংবা পাকিস্তানের মতো দেউলিয়া হয়ে যায়নি।

আগামী ১৭ ডিসেম্বর সংগঠনের চট্টগ্রাম জেলার সম্মেলনের তারিখ পুননির্ধারণের ঘোষণা দিয়ে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে-বিশেষ করে জামায়াত অধ্যুষিত এলাকায় মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে বিজয়ী করতে ভূমিকা রাখার আহ্বান জানান।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার সম্মেলন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন রাজনীতিক স্বপন সেন