যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে যোগদান করেছেন বিপিসির সিনিয়র মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) মো. গিয়াস উদ্দিন আনচারী।
সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় তাকে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয়।
মো. গিয়াস উদ্দিন আনচারী চট্টগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মো. ওসমান আনচারী একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (সম্মান) এম.কম (হিসাববিজ্ঞান) ডিগ্রি নেন।
মো. গিয়াস উদ্দিন আনচারী ১৯৯১ সালে বিপিসিতে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে যোগদান করেন। বিপিসিতে দীর্ঘ ১২ বছরের অধিক সময় ধরে মহাব্যবস্থাপক ও সিনিয়র মহাব্যবস্থাপক হিসেবে হিসাব, অর্থ, নিরীক্ষা এবং বাণিজ্য ও অপারেশন বিভাগে তিনি দায়িত্ব পালন করেছেন।