১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ || ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ‘গাঙচিল’ সিনেমা। বুধবার(১৯সেপ্টেম্বর) সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ সেন্টারে।

এই মহরতে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, অভিনেতা তারিক আনাম খান, ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, পূর্ণিমা ও অভিনেতা ফেরদৌসসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে।

ফেরদৌসের প্রযোজনা প্রতিষ্ঠান নুজহাত ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে ছবিটি। এটি পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয় করছেন- ফেরদৌস, পূর্ণিমা ও কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত।

প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু বলেন, বঙ্গোপসাগরের একটি ছোট্ট দ্বীপের কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। মানুষের ভালোবাসার কথা, চেতনার কথা উপন্যাসে আছে। আশা করি দর্শকরা ভালোভাবে গ্রহণ করবেন।

ওবায়দুল কাদের বলেন, এই উপমহাদেশের রাজনীতিবিদরা সাধারণত উপন্যাস লেখেন না। সেই দুঃসাহসটা আমি দেখিয়েছি। এখানে উপকূলের মানুষদের জীবনচিত্র ফুটিয়ে তুলতে চেয়েছি।