জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, কালোব্যাজ ধারণ, সংক্ষিপ্ত আলোচনা সভা।
সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি চন্দন পাল, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসু, সম্পাদকমণ্ডলীর সদস্য পার্থ প্রতীম নাহা, প্রীতম দাশ, জয়ন্ত রাহা, নীলাম্বরী খেলাঘর আসরের সভাপতি আবু হাসনাত চৌধুরী, বৈশাখী খেলাঘরের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, জুঁই খেলাঘরের নিউটন দত্ত, সঞ্জয় দেবনাথ, স্বর্ণালী খেলাঘরের রাশেদুল ইসলাম বাবু, পলাশ দাশ প্রমুখ। নেতৃবৃন্দ ৭১’র ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারের সদস্যসহ সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন।
বক্তারা বলেন, স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবাইকে নিজ নিজ স্থান হতে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। বাংলাদেশকে আবারো পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করছে হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারীরা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত দেশি-বিদেশি চক্রান্তের স্বরূপ উন্মোচন করা জরুরি। এই হত্যাকাণ্ডের জড়িত সব খুনির ফাঁসি কার্যকর না করা পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র নিরাপদ নয়। বঙ্গবন্ধুর স্বপ্ন মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, প্রকৃত গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে সকলের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।