চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধ , অজ্ঞান ও মলম পার্টি হতে সতর্ক এবং মাদকদ্রব্য বহন বন্ধে রেল পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয় জনসচেতনতামূলক বিট পুলিশিং কার্যক্রম।
শনিবার (১৫জুলাই) চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর নির্দেশনায় কুমিল্লা রেলওয়ে স্টেশনের দক্ষিণ আউটার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
লাকসাম রেলওয়ে থানার ওসি মো. মাসুদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্টেশনের আশে পাশের গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় দোকানদার এবং রেললাইনের পাশে বসবাসরত জনসাধারণ উপস্থিত ছিলেন।
টিকেট কালোবাজারি বন্ধ, রেল ও রেললাইনে নাশকতা প্রতিরোধে এবং রেললাইন পারাপারে সতর্ক হওয়ার আহবান জানিয়ে ওসি মাসুদ আলম বলেন, ট্রেনে ভ্রমণরত অবস্থায় অজ্ঞান ও মলম পার্টি হতে রক্ষার জন্য অপরিচিত ব্যক্তির দেয়া কোনো ধরনের খাবার, পানীয় বা কোনো কিছু না খাওয়ার পরামর্শ প্রদান করেন।
এছাড়া অসঙ্গতভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রেলের ছাদে, বাপারে ও ইঞ্জিনে আরোহণ করা থেকে বিরত থাকতে, বিনা টিকেটে ট্রেনে ভ্রমণ না করতে আহবান জানান।
রেল স্টেশনে সম্পূর্ণ থামার পর সতর্কতার সাথে ওঠা-নামা, নিজ নিজ ব্যাগ ও মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখার অনুরোধ জানিয়ে ওসি মাসুদ আলম আরও বলেন, নিজের আশেপাশে ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে বা অবৈধ মালামাল বহন করলে রেলওয়ে পুলিশকে অবহিত করতে, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারিকে ধরিয়ে দিতে, রেললাইন পারাপারে সকলকে সজাগ ও সতর্ক থাকার আহবান জানান ।