সীতাকুণ্ড প্রতিনিধি *
চট্টগ্রামের সীতাকুণ্ডে এতিম এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ২জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের পন্থিছিলা গ্রামের মো. রনি (২২) ও সাতকানিয়া উপজেলার দোহাজারী গ্রামের মোহাম্মদ ইকবাল (১৯)। বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ ।
গতকাল মঙ্গলবার এক এতিম কিশোরীকে(১৩)সীতাকুণ্ড মডেল থানায় ধর্ষণের লিখিত অভিযোগ করেন কিশোরীর খালাতো বোন পপি চৌধুরী।তিনি জানান,আমার খালাতো বোন মক্তবে আরবি পড়তে যাওয়ার পথে গত সোমবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮ টার সময় অভিযুক্ত ওই দুই ব্যক্তি ভুক্তভোগীকে গলায় অস্ত্র ধরে একটি নির্জন স্থানে নিয়ে যায়।সেখানে সাড়ে ৮টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত তাকে পালাক্রমে ধর্ষণ করে দুই বখাটে।
পরবর্তীতে কাউকে কিছু জানালে জানে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে সেখান থেকে ছেড়ে দেয় তারা।পরে কিশোরী বাসায় গিয়ে তার খালাতো বোনকে ঘটনা জানালে খালাতো বোন পপি চৌধুরী বাদী হয়ে ঘটনার পরদিন থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ তদন্তে ঘটনার সত্যতা পেয়ে দুই অভিযুক্তকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে পুলিশ।আজ বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।