২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ || ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

কক্সবাজার  প্রতিনিধি *

কক্সবাজার পৌরসভা নির্বাচনে শেষ পর্যন্ত মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন। কাউন্সিলর পদপ্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬৫ জন যদিও মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ১২ টি ওয়ার্ড থেকে ৯৫ জন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ১৮ জন  জমা দিয়েছেন ১৬ জন।

মেয়র পদে যে ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক কাউন্সিলর মাহবুবুর রহমান চৌধুরী, সতন্ত্র প্রার্থী মাসেদুল হক রাশেদ,সাবেক মেয়র  সরওয়ার কামাল, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আল জোবায়ের চৌধুরী, জগদীশ বড়ুয়া,বাংলাদেশ ইসলামী আন্দোলনের মো. জাহেদুর রহমান এবং একমাত্র স্বতন্ত্র মহিলা মেয়র পদপ্রার্থী জোসনা হক। এ সময় নির্বাচিত হলে পৌরসভার উন্নয়ন নিয়ে নানা ধরনের প্রতিশ্রুতি দেন তারা।

অন্যদিকে বর্তমান ও নতুন কাউন্সিলর পদপ্রার্থীদের পদচারণায় সারাদিন মুখর ছিলো কক্সবাজার জেলা নির্বাচন অফিস। নির্বাচিত হলে নিজ ওয়ার্ডের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন কাউন্সিলর পদপ্রার্থীরা এবং নানা উন্নয়নের কথা তুলে ধরেছেন পৌরসভার বর্তমান কাউন্সিলররা।

১২ টি ওয়ার্ডে ১৮ জন মনোনয়নপত্র সংগ্রহকারী মহিলা কাউন্সিলরদের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৬ জন। এ সময় নিজ নিজ ওয়ার্ডের নারীদের নানা সমস্যা সমাধানসহ  সামাজিক উন্নয়নের কথা তুলে ধরেছেন তারা।

আগামী ১৮ মে প্রার্থীতা যাচাই বাছাই শেষে ২৬ মে প্রতীক বরাদ্দের মাধ্যমে শুরু হবে নির্বাচনের কার্যক্রম- এমন মতামত জানালেন কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এস এম শাহাদাত হোসেন।