সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের পক্ষ থেকে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের এমপি দিদারুল আলমকে সীতাকুণ্ডের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনাবিষয়ক একটি স্মারকলিপি প্রদান করা হয়। আজ শনিবার (৫আগস্ট) সকাল সাড়ে ১০টায় সিটিগেটস্থ এমপিবাড়িতে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান খান,সভাপতি আজিজ আহমেদ চৌধুরী ,সহ-সভাপতি রোটারিয়ান মো.আমজাদ হোসেন,সাধারণ সম্পাদক রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, সহ-সাধারণ সম্পাদক আলাউদ্দিন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক রোটারিয়ান মো.শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো.বোরহান উদ্দিন, সদস্য মোহাম্মদ আজম, রবিচন্দ্র রবিন্স, সুব্রত রায় প্রমুখ।
স্মারকলিপি প্রদানের আগে দিদারুল আলম এমপির সাথে সীতাকুণ্ড জনকল্যাণ ফোরাম নেতৃবৃন্দের সীতাকুণ্ডের বিরাজমান বিভিন্ন সমস্যা নিয়ে দীর্ঘক্ষণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খোলামেলা আলোচনা হয়।
উল্লেখ্য, সীতাকুণ্ডের বিরাজমান সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে অবহিত করা, সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের পাশে থাকা, এলাকার সার্বিক উন্নয়নে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহায়তার পাশাপাশি সমাজসেবা ও জনকল্যাণমূলক মানবিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এ সেবামূলক সংগঠনের আত্মপ্রকাশ।