১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

দর্শক হৃদয়ে আগেই জায়গা করে নিয়েছেন শাকিরা। তাঁর ‘ওয়াকা ওয়াকা’ শুনে এক সময় আট থেকে আশি কোমর দুলিয়েছিল। এর আগেও বেশ কয়েক বার বিশ্বকাপের উদ্বোধনে পারফর্ম করতে দেখা গিয়েছে তাঁকে।

অপেক্ষা আর মাত্র ২/১ দিনের। তারপরই ঢাকে কাঠি পড়ে যাবে। ২০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে কাতার বিশ্বকাপ ২০২২ (Qatar World Cup 2022)। আয়োজক দেশ হিসেবে কাতারকে নিয়ে কম সমালোচনা হয়নি। মিডল-ইস্টে এই প্রথম বিশ্বকাপ (Fifa World Cup 2022) হবে। শুধু তাই নয়, শীতকালীন বিশ্বকাপ এর আগে কখনও দেখেনি ফুটবল বিশ্ব। তাই চমক তো বানতা হ্যায়! এ বার হয়তো মরুভূমিতে ঝড় তুলতে আসছে শাকিরা (Shakira), ডুয়া লিপা, নোরা ম্যাজিক। কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে এমনই ইঙ্গিত মিলেছে। মঞ্চে তাঁরা শুধু কাতার নয়, সারা বিশ্বকেই মাতিয়ে দিতে তৈরি।

দর্শক হৃদয়ে আগেই জায়গা করে নিয়েছেন শাকিরা। তাঁর ‘ওয়াকা ওয়াকা’ শুনে এক সময় আট থেকে আশি কোমর দুলিয়েছিল। এর আগেও বেশ কয়েক বার বিশ্বকাপের উদ্বোধনে পারফর্ম করতে দেখা গিয়েছে তাঁকে। বিশ্বকাপের মঞ্চে ফের একবার শাকিরা ম্যাজিকের অপেক্ষা ফুটবল বিশ্ব। ২০ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের আসর জমাতে পারেন পপস্টার শাকিরা। তাঁর পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন সঙ্গীত শিল্পী ডুয়া লিপা। জেন-ওয়াইদের অতিপ্রিয় কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস-কেও যুগ্ম পারফর্মার হিসেবে দেখা যেতে পারে।

এখানেই শেষ নয়, রয়েছে আরও চমক। ইতিমধ্যেই রিলিজ হয়ে গিয়েছে এ বারের ফিফা বিশ্বকাপ ফুটবলের টাইটেল মিউজিক ‘লাইট দ্য স্কাই’। যাতে কোমর দোলাতে দেখা গেছে কানাডিয়ান ও বলিউড বিখ্যাত অভিনেত্রী নোরা ফাতেহিকে। উদ্বোধনী অনুষ্ঠানে নোরা পারফর্ম করবেন কি না তা এখনও স্পষ্ট নয়। সেদিন আল বায়াত স্টেডিয়ামে বলিউড অভিনেত্রী পারফর্ম করার সুযোগ পেলে ভারতের জন্য তা হবে বিশাল গর্বের। শোনা যাচ্ছে, ১৮ ডিসেম্বর ক্লোজিং সেরিমনিতে পারফর্ম করতে পারেন নোরা। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারেন ব্ল্যাক আইড পিয়াস, জে ব্যভলিন ও বিখ্যাত নাইজেরিয়ান সঙ্গীত শিল্পী প্যাট্রিক। শিল্পীদের চূড়ান্ত সূচিটি খুব শীঘ্রই প্রকাশ করবে বলে জানিয়েছে ফিফা।