চট্টগ্রাম নগরীর নির্মাণাধীন ভবনের নীচে, ফুলের টব, ড্রাম ও ছাদে জমে থাকা পানিতে মশার লার্ভা থাকায় ৮ ভবন মালিকের বিরুদ্বে মামলা রুজু পূর্বক ৮০ টাকা জরিমানা আদায় করা হয়।
আজ সোমবার (১৭ জুলাই) ডেঙ্গু মশার উৎসস্থল ধ্বংসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এসব জরিমানা আদায় করেন ।
নগরীর কৈবাল্যধাম ও ফিরোজশাহ এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধে এডিস মশার উৎসস্থল বাসা বাড়ির ছাদ বাগান ও নির্মাণাধীন ভবন ড্রোন দিয়ে জরিপ করা হয়।
অভিযানে অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারী ও খুলশী থানা পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।