নির্মাণাধীন ভবনের নীচে এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় চট্টগ্রামের বন্দরটিলায় এক ভবন মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৪০ হাজার
টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (২০ নভেম্বর) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ জরিমানা আদায় করেন।
চসিক ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, ‘বন্দরটিলা এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধে এডিস মশার উৎসস্থল বিভিন্ন বাসা বাড়ীর ছাদ বাগান ও নির্মানাধীন ভবন চলমান কর্মসূচির অংশ হিসেবে পরিদর্শন করা হয়। এডিস মশার স্থান পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়। এই সময় একটি নির্মাণাধীন ভবনের নীচে এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় ভবন মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।’ অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।