মহসিন-ফাতেমা সিদ্দিকী যুবকল্যাণ ফাউন্ডেশন- এমএফজেএফ ROAD TO LIGHT- HSC প্রকল্পের আওতায় আজ (২৭ আগস্ট) পরীক্ষার প্রথম দিনে এইচএসসি পরীক্ষার্থীদের জন্যে ফ্রি বাসসার্ভিস নিয়ে পাশে দাঁড়িয়েছে। পরীক্ষার্থীদের যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেয়ার মহান লক্ষ্যে এলবিয়ন গ্রুপের সহায়তায় এমএফজেএফ এ সেবাকার্যক্রম চালু করেছে। এসএসসি পরীক্ষার্থীদের জন্যেও একই ধরনের সেবা চালু করেছে সংগঠনটি।
সীতাকুণ্ডের সিটিগেট থেকে বড়দারোগাহাট পর্যন্ত তিনটি রুটে এইচএসসি পরীক্ষার্থীদের বিনামূল্যে বাসসেবা দেয়া হচ্ছে। এক নম্বর রুট বড়দারোগাহাট থেকে সীতাকুণ্ড, দুই নম্বর রুট বাড়বকুণ্ড থেকে ভাটিয়ারি ও ৩নম্বর রুট কুমিরা থেকে সীতাকুণ্ড উপজেলা/পৌরসভাসদর।
২০২২ সালে শুরু হওয়া এ সেবাটি সীতাকুণ্ডে ব্যাপক সাড়া জাগিয়েছে। বিশেষকরে পরীক্ষার্থী ও অভিভাবকেরা দারুণ খুশি এ অভূতপূর্ব সেবা পেয়ে। কেননা, পরীক্ষার্থীরা এখন গাড়ির জন্যে রাস্তার পাশে দাঁড়িয়ে মানসিক যন্ত্রণায় থাকতে হয় না। যথাসময়ে তারা নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে।
উল্লেখ্য, ২০২২ সালের ১১ জুলাই স্থাপিত এ সংগঠনটি ব্যতিক্রমধর্মী নানান সামাজিক ও মানবিক কার্যক্রমের জন্যে তিনটি আন্তর্জাতিক পুরস্কার ( মহাত্মা গান্ধি শান্তি পুরস্কার, সাউথ এশিয়া বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ও কমনওয়েলথ বিনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড) লাভের গৌরব অর্জন করেছে।