১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ঢাকা কলেজের শিক্ষার্থীরা এখন থেকে উপায়-এর মাধ্যমে তাদের একাডেমি কফি পরিশোধ করতে পারবে।

উপায়-এর সাথে সম্প্রতি ঢাকা কলেজের এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে ঢাকা কলেজের ২০ হাজারেরও বেশি শিক্ষার্থী তাদের উপায় অ্যাকাউন্ট ব্যবহার করে টিউশনফি পরিশোধ করতে পারবে।

উপায়-এর মাধ্যমে ফি প্রদান করতে গ্রাহককে উপায় অ্যাপের ‘পেমেন্ট’ সেকশনে যেতে হবে এবং ‘এডুকেশন’ আইকনটি নির্বাচন করতে হবে। সেখানে অ্যাপটিতে শিক্ষাপ্রতিষ্ঠানের একটি তালিকা প্রদান করা হয়েছে। এখন গ্রাহককে তালিকা থেকে ‘ঢাকা কলেজ’ নির্বাচন করে ফি পেমেন্ট করতে পারবে।

ঢাকা কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইউসুফ, উপাধ্যক্ষ, প্রফেসরএ.টি.এম. মইনুল হোসেন, এবং প্রাণিবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক শরিফা সুলতানা, উপায়ের চীফ স্ট্রাটেজি অফিসার জিয়াউর রহমান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হাসান মোহাম্মদ জাহিদ, অ্যাকাউন্ট ম্যানেজার মো.ইসমাইল হোসেন মজুমদার, এবংঅ্যাসিস্ট্যান্টম্যানেজার মোহাম্মদ হান্নান খান।

২০২১ সালের ১৭ মার্চ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ‘উপায়’। বর্তমানে উপায় বিস্তৃত পরিসরে এমএফএস সেবা প্রদান করছে ইউএসএসডি এবং মোবাইল অ্যাপ উভয়ের মাধ্যমে। উপায় এর মাধ্যমে গ্রাহকরা সব ধরনের আর্থিক লেনদেন যেমন: ক্যাশ-ইন, ক্যাশ-আউট, ইউটিলিটিবিল পেমেন্ট, মার্চেন্ট ও ই-কমার্স পেমেন্ট; রেমিট্যান্স, বেতন ও সরকারি ভাতা গ্রহণ এবং মোবাইল রিচার্জ ছাড়াও ট্রাফিক ফাইন পেমেন্ট এবং ভারতীয় ভিসা ফিপেমেন্টের মতো এক্সক্লুসিভ সেবা গ্রহণ করতে পারছেন।