১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে‘ড্যানিয়েলি গ্লোবালপার্টনার ইন দি মেটাল ইন্ডাষ্ট্রিজ এন্ড লেটেস্ট টেকনোলজি ইন লং প্রডাক্টস’ (Danieli Global Partner in the Metal Industry and latest technology in long products) শীর্ষক এক সেমিনার সোমবার ( ২৮ আগস্ট) সন্ধ্যায় কেন্দ্রের সেমিনারকক্ষে অনুষ্ঠিত হয়। আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী এম. এ. রশীদ এর সভাপতিত্ব করেন। সম্মানী সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান এর সঞ্চালনায় আয়োজিত এই সেমিনারে বিএসআরএম এর চীফ অপারেটিং অফিসার প্রকৌশলী হাসান জাফর চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ড্যানিয়েলি ইন্ডিয়া লিমিটেডের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান  প্রকৌশলী অগাস্টো ফেরো সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

এছাড়া রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ড্যানিয়েলি কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেডের বিজিনেস ডেভেলপমেন্ট বাংলাদেশ এর মিস্টারগণ বিদেশ। কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী রাজীব বড়ুয়া স্বাগত বক্তব্য প্রদান করেন।

কারিগরী আলোচনা ও সেমিনার উপ-কমিটির সদস্য-সচিব ড. প্রকৌশলী আবু সাদাত মো. সায়েম মূল প্রবন্ধ কারের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হারুন ও প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, কাউন্সিল ও ইআরসির সদস্যবৃন্দ, সেমিনারে বিভিন্ন সরকারি ও বিএসআরএম, কেএসআরএম, জিপিএইচ ইস্পাত, আবুল খায়ের স্টীলসহ বিভিন্ন ইস্পাত উৎপাদনকারী বেসরকারী প্রতিষ্ঠানের ঊর্ধতন প্রকৌশলী এবং চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থীসহ দু’শতাধিক প্রকৌশলী সদস্য উপস্থিত ছিলেন।সেমিনারেমূলপ্রবন্ধ উপস্থাপন করে ড্যানিয়েলি ইন্ডিয়া লিমিটেডের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রকৌশলী অগাস্টো ফেরো বলেন, আন্তর্জাতিকভাবেসারাবিশ্বে ধাতবশিল্পে দীর্ঘ পণ্যর ক্ষেত্রে সর্বশেষ প্রযুক্তির অন্যতম গর্বিত  অংশীদারিত্ব হিসেবে গ্লোবাল ড্যানিয়েলি লিমিটেড বিভিন্ন উদ্ভাবন কাজ চালিয়ে যাচ্ছে। বাংলাদশের ধাতব ও ভারি স্টীল শিল্প উৎপাদন বৃদ্ধিতে নতুন নতুন প্রযুক্তি স্থাপনের মাধ্যমে কম বিদ্যুৎ ব্যবহার ও রক্ষণা-বেক্ষণের ব্যয় হ্রাস করে স্টীল খাতের প্রভূত উন্নয়ন সাধিত হবে। তিনি টেকসই ধাতব শিল্পের পরিবেশবান্ধব, নিরাপত্তা নিশ্চিত ও দক্ষতা বাড়াতে ড্যানিয়েলি লিমিটেড বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তিসমূহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তৃতায় প্রকৌশলী হাসান জাফর চৌধুরী বলেন, নবীন শিক্ষার্থীরা যুগের চ্যালেঞ্জ গ্রহণের জন্য ডিজিটাল প্রযুক্তি, গ্রীণ টেকনোলজি ও সেফটি, এই তিনটি বিষয়ে দক্ষতা বাড়াতে পারলে নতুন কর্মক্ষেত্রে সাফল্য করবে। দেশের স্টীলমিলস, রিরোলিংমিলস এ উৎপাদন বৃদ্ধিতে গুণগত মানসম্পন্ন কাঁচামাল ব্যাপক গুরুত্ব বহন করে। তিনি ভারীশিল্পে ডিজিটালাইজেশন ও গ্রীণ প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা ও দক্ষতা বাড়াতে অবকাঠামো নির্মাণে গুণগতমান এবং উচ্চক্ষমতাসম্পন্ন দীর্ঘ পণ্য উৎপাদনে বিভিন্ন প্রযুক্তি ব্যবহারে সচেতন হওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। সভাপতির বক্তব্যে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী এম.এ. রশীদ বলেন, বিশ্বে প্রতিবছরই প্রতিনিয়ত ইস্পাতখাতে নতুননতুন প্রযুক্তি আসছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে আধুনিক প্রযুক্তির বিষয়ে গবেষণার মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের উপযুক্ত করে নিজেদের গড়ে তুলতে তিনি প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, কোন প্রতিষ্ঠানের প্রচারণার জন্য নয় বরং বিশ্বের ভারীশিল্পের হাল নাগাদ অগ্রগতি ও আধুনিক প্রযুক্তির বিষয়ে প্রকৌশলীদের পরিচয় করিয়ে দেয়ার জন্য এই ধরনের সেমিনার আয়োজন করা হয়ে থাকে। অনুষ্ঠানে প্রধানঅতিথি, মূল প্রবন্ধকার ও রিসোর্স পার্সনকে পুষ্পস্তবক এবং ক্রেস্ট প্রদান করা