চট্টগ্রামের হাটহাজারীর ইডেন নূর ইংলিশ স্কুলের শিক্ষার্থীদের দেশি- বিদেশি ফল সম্পর্কে পরিচিতি ও ফলের পুষ্টিগুণ সম্পর্কে ধারণা দিতে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) স্কুলের ছাত্র-ছাত্রী ও স্কুল কর্তৃপক্ষের সম্মিলিত উদ্যোগে এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা মিলে দেশী ও বিদেশী হরেক রকমের ফলের সমারোহে ১০টি স্টলের প্রদর্শনী দিয়ে এই ফল উৎসবের আয়োজন করে। যেখানে প্রায় ১০০ রকমের ফল শোভা পায়।এ সময় স্টল ঘুরে ঘুরে ফলের প্রদর্শনী দেখেন বিদ্যালয়ের শিক্ষার্থী-অভিভাবকসহ দর্শনার্থীরা।
ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ খালেদ মাহমুদ।
ফল উৎসব পরিদর্শন শেষে তিনি বলেন, আমরা ইডেন স্কুল পরিবার সবসময় চাই আমাদের ছাত্র-ছাত্রীরা যেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণ করতে পারে৷ সে কারণেই আজকের এ ব্যতিক্রমী আয়োজন। আমাদের বাচ্চাদেরকে অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মকে দেশী বিদেশী বিভিন্ন ফলের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই আজকের এ ফল উৎসব বিরাট ভূমিকা পালন করবে।

স্কুলের প্রাণপ্রিয় ছাত্র ছাত্রী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আজকের এই ফল উৎসবকে রঙ্গিন করে তুলেছে। আমি সবাইকে ইডেন নূর ইংলিশ স্কুল পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ফল উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইডেন নূর ইংলিশ স্কুলের প্রিন্সিপাল মাহনূর তাসনিম।
এসময় আরও উপস্থিত ছিলেন স্কুলের ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ ইয়াসিন সেলিম, বাংলাদেশ ইসলামিয়া স্কুল দুবাই এর সাবেক সাধারণ সম্পাদক হাজী আবুল কাশেম, চিটাগাং ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির চেয়ারম্যান কে এম মুসা, রাঙ্গুনিয়া বেতাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিউল আলম, হাটহাজারী শিকারপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ খালেক, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বি কে চৌধুরী লিটন, হাটহাজারী থানা আওয়ামী লীগ নেতা আবু আলম, রাঙ্গুনিয়া উপজেলা বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার সভাপতি সাঈদ মাহমুদ রনি ও ইডেন নূর ইংলিশ স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। সবশেষে দর্শনার্থীদের জন্য র্যাফেল ড্র’র আয়োজন করা হয়।