আনোয়ারার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আল-গাজী ফাউন্ডেশনের উদ্যোগে ফেনী জেলার বিভিন্ন উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার (৩০ আগস্ট ) ফেনীর ছাগলনাইয়া, মুহুরীগঞ্জ এলাকায় শতাধিক পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ৫ শতাধিক বস্ত্রসামগ্রী বানভাসিদের মাঝে প্রদান করা হয়। আল-গাজী ফাউন্ডেশনের সভাপতি গাজী জামাল উদ্দীনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মুহাম্মদ নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জি. এম ইমরান হোসেন, প্রচার সম্পাদক জামশেদুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ সাদমান সাকিব, টিপু সুলতান, আরমান হোসেন, তাউসিফ মাহমুদ, মাইস উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ ।
উল্লেখ্য, আল-গাজী ফাউন্ডেশনের সদস্যদের ব্যক্তিগত অনুদানে দেশের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণসহ নানাবিধ মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।