১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বন্ধুত্ব ও সম্পদের সুষম বন্টনের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিতদের ভাগ্যোন্নয়নে কাজ করা রোটারিয়ানদের দ্বারাই সম্ভব। রোটারি এমন একটি সংগঠন- যা ১১৭ বছর যাবৎ পৃথিবীতে টিকে আছে। শুধুমাত্র স্বচ্ছতা, বন্ধুতা এবং সমাজের সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করার মাধ্যমে সংগঠনটি নিরন্তর কর্মসূচি বাস্তবায়ন করছে। সে লক্ষ্যেই রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট-এর সদস্যরা কাজ করে যাচ্ছে।

রোটারি ক্লাব চিটাগাং ইস্টের ৮৮৭তম সভা এবং ১ম বোর্ড মিটিং-এ বক্তারা উপর্যুক্ত অভিমত ব্যক্ত করেন।

নগরীর জিইসি মোড়ের ও.আর নিজাম রোডস্থ রেস্টুরেন্ট প্যাভিলিয়নে অনুষ্ঠিত সভায় বক্তারা আরো বলেন, আগস্ট মাস রোটারিতে সদস্য সংগ্রহের মাস। এই মাসে ১০ জন নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ব্যাপারে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, এছাড়া উপলব্ধি ফাউন্ডেশনে স্থায়ী প্রজেক্টে স্কলারশিপে চলতি রোটাবর্ষেও দুইজন মেয়ের খরচ বহন করার ঘোষণা দেয়া হয়। গভর্নরের প্রায়োরটি প্রজেক্ট এর আওতায় একজন মহিলাকে সাবলম্বী করার বিষয়েও সিদ্ধান্ত হয়।

রোটারি ক্লাব অব চিটাগাং ইস্টের ৮৮৭তম সভা এবং ১ম বোর্ড মিটিং’এ বক্তব্য রাখছেন ক্লাব প্রেসিডেন্ট নাসিমা আখতার।

রবিবার(৩০ জুলাই) সন্ধ্যায়  ক্লাব প্রেসিডেন্ট নাসিমা আখতারের সভাপতিত্বে ও সেক্রেটারি লেখক-সাংবাদিক শওকত বাঙালির সঞ্চালনায় সূচনা বক্তব্য দেন ক্লাবের অতীত সুপারস্টার প্রেসিডেন্ট, বর্তমান কমিউনিটি সার্ভিস ডিরেক্টর পিপি পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি।

অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন-ক্লাব ট্রেজারার রোটারিয়ান মোহাম্মদ শহীদ উল্লাহ, রোটারিয়ান কামরুল ইসলাম, রোটারিয়ান এ.আর খান, রোটারিয়ান এ.কে.এম সাইদুল ইসলাম বাবু, রোটারিয়ান লে. কর্নেল (অব.) এ.বি.এম জয়নুর রশীদ, ক্লাব এসাইন এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান জয় দেব চন্দ্র দাস জয়, রোটারিয়ান নিলুফার আজাদ, রোটারিয়ান রাকিবুল ইসলাম, রোটারিয়ান বৃজেট ডায়েস, রোটারিয়ান অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার, রোটারিয়ান মিজানুর রহমান, রোটারিয়ান এস.এম জোবায়দুর রহমান সাকিব প্রমুখ। রোটারিয়ান নিলুফার আজাদ-এর ইনভোকেশন পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় র‌্যাফেল ড্র, পরবর্তী মিটিং-এর তারিখ ঘোষণা এবং ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভা সমাপ্ত হয়।