১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

মোহাম্মদ ইউসুফ *

সীতাকুণ্ডের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মহসিন-ফাতেমা সিদ্দিকী যুবকল্যাণ ফাউন্ডেশন –এমএফজেএফ এর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, রবি আজিয়াটার এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট আহমদ আরমান সিদ্দিকী কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩ গ্রহণ করেছেন।  বৃহস্পতিবার (২৭জুলাই) বিকেলে সিঙ্গাপুরের প্যান প্যাসিফিক হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সমাজসেবায় বিশেষ অবদান, পরিবেশ উন্নয়ন ও অগ্রগামী চিন্তক হিসেবে আরমান সিদ্দিকীকে এ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করে।  অনুষ্ঠানে প্রধানঅতিথি সিঙ্গাপুরের সাউথ আফ্রিকান কমিশনার এইচ ই শার্লট লোবের হাত থেকে মর্যাদাপূর্ণ এ পুরস্কার গ্রহণ করেন তিনি। এসময় তার জীবনসঙ্গিনী শামীমা নাসরিন সিদ্দিকীও উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠার একবছরের মধ্যে এমএফজেএফ তিনটি আন্তর্জাতিক পুরস্কার লাভের অসামান্য গৌরব অর্জন করলো। প্রথম পুরস্কার পেয়েছে এমএফজেএফ আর দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেলেন এর প্রতিষ্ঠাতা আহমদ আরমান সিদ্দিকী। এ পুরস্কার বিতরণ-অনুষ্ঠানে ৮টি দেশের প্রতিনিধিরা পুরস্কার গ্রহণ করেন। এর মধ্যে ৬ জন পুরস্কার পেয়েছেন ব্যবসায়ে বিশেষ কৃতিত্বের জন্যে। সমাজসেবায় বিশেষ অবদানের জন্যে পুরস্কৃত হন আরমান সিদ্দিকী ও দিল্লী পুলিশ লাইব্রেরি।

এর আগে সমাজসেবায় বিশেষ অবদানের জন্যে এমএফজেএফ- মহাত্মা গান্ধি শান্তি পুরস্কার ও সাউথ এশিয়ান বিজনেস এন্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পাওয়ার গৌরব অর্জন করে।  গত ২৮ ফেব্রুয়ারি ২০২৩ বিকেলে ভারতের কলকাতার চৌরঙ্গী রোডে রোটারি সদন অডিটরিয়ামে আয়োজিত ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসব অনুষ্ঠানে মহাত্মা গান্ধি শান্তি পুরস্কার-২০২২ ও সনদপত্র প্রদান করা হয়। এমএফজেএফ এর স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা আহমদ আরমান সিদ্দিকী এ পুরস্কার গ্রহণ  করেন। কলকাতা প্রেসক্লাব সভাপতি স্নেহাশীষ সুর আরমান সিদ্দিকীকে উত্তরীয় পরান ও ক্রেস্ট প্রদান করেন। এ অনুষ্ঠানে সংখ্যালঘু কমিশনের সভানেত্রী,সংসদ-সদস্য ও দুই বাংলার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অন্যদিকে সমাজসেবায় অমূল্য অবদানের জন্যে সাউথ এশিয়া বিজনেজ এন্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন এমএফজেএফ এর প্রতিষ্ঠাতা আহমদ আরমান সিদ্দিকী। ১২মে ২০২৩ বিকেলে নেপালের রাজধানী কাঠমুণ্ডর থামেলের ম্যানহ্যান্ডি অডিটোরিয়ামে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে আরমান সিদ্দিকীর প্রতিনিধি হয়ে “সাউথ এশিয়া বিজনেজ এন্ড লিডারশিপ এ্যাওয়ার্ড” গ্রহণ করেন মহসিন -ফাতেমা সিদ্দিকী যুবকল্যাণ ফাউন্ডেশন (এমএফজেএফ) এর পরিবেশ-বিষয়ক সম্পাদক মোহছেনা মিনা।

উল্লেখ্য, ২০২২ সালের ১১ রহমতনগরে স্থাপিত এমএফজেএফ স্পোকেন ইংলিশ, ক্লিন সীতাকুণ্ড, নলেজ শেয়ারিং সেশন, রোড টু লাইট, ক্লিন পতেঙ্গা কর্মসূচি পালন, কৃষিসহ নানান সামাজিক ও মানবিক সেবাকর্মের মাধ্যমে সীতাকুণ্ডে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

এমএফজেএফ যে ২২জন শিক্ষার্থী দিয়ে কথ্য ইংরেজির প্রথম ক্লাস শুরু করেছিল – তারা এখন কেবল সাবলীল ইংরেজি বলতে পারে তা নয়- সীতাকুণ্ডে একটি ইংরেজি ভাষার ক্লাবও চালায়। এমএফজেএফ এর মিশন -১ “সম্প্রদায়ের অতি প্রয়োজনীয় নিজ নিজ ক্ষেত্রে শিক্ষা এবং দক্ষতা প্রদান করা”- এরই আলোকে স্পোকেন ইংলিশ কোর্স চালু করা হয়। এখন এ উদ্যোগটি সীতাকুণ্ডজুড়ে বিস্তৃত হয়েছে। পাশাপাশি বাচ্চাদের মায়েদের কথ্য ইংরেজি শিখানোর আওতায় আনার লক্ষ্য স্থির করা হয়েছে। এতে করে মা-রা শৈশব থেকেই তার বাচ্চাদের ইংরেজি শেখাতে পারবেন।

এমএফজেএফ এর প্রথম বড় উদ্যোগ ছিল ক্লিন সীতাকুণ্ড ইভেন্ট। এ ফাউন্ডেশনের মিশন-২ “মাটির সুরক্ষা নিশ্চিত করে নিরাপদ চাষের মাধ্যমে পৃথিবীর সেবা করা।” এর আলোকে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার লক্ষ্যে “পরিচ্ছন্ন সীতাকুণ্ড” কর্মসূচি চালু করা হয়। সূচনা পর্যায়ে, এমএফজেএফ “ক্লিন গুলিয়াখালী” ব্যানারে সীতাকুণ্ডে স্থানীয় সমুদ্রসৈকতে (পর্য়টনকেন্দ্রে) পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে।১০টি স্বেচ্চাসেবী সংগঠন ও বিভিন্ন স্কুলের তিনশতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেয়। ২৩০টিরও বেশি ব্যাগের বর্জ্য সংগ্রহ করা হয়, সমুদ্রসৈকতে রোপণ করা হয়েছিল ৪৫০টি তামরিক্স গাছ। পরিস্কার পরিবেশ নিশ্চিত করতে ২০টি বর্জ্যঝুড়ি স্থাপন করা হয়। এ বিশাল আয়োজন এমএফজেএফ স্বেচ্ছাসেবকদের বিডি অ্যপস্ এর নলেজ শেয়ারিং সেশন এর মতো বৃহত্তর প্রভাবশালী উদ্যোগ নিতে অনুপ্রাণিত করেছিল।

সিঙ্গাপুরের প্যান প্যাসিফিক হোটেলে কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩ গ্রহণ করেন মহসিন-ফাতেমা সিদ্দিকী যুবকল্যাণ ফাউন্ডেশন –এমএফজেএফ এর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, রবি আজিয়াটার এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট আহমদ আরমান সিদ্দিকী ওতার জীবনসঙ্গিনী শামীমা নাসরিন

এ ফাউন্ডেশনের তৃতীয় মিশন- “জীবনযাত্রার মানোন্নয়নের জন্যে সঠিক উদ্যোগ নিশ্চিত করা।” এ মিশনের আলোকেই উদ্যোগ নেয়া হয় “নলেজ শেয়ারিং সেশন”। এ মিশনের অধীনে এটি দ্বিতীয় মেগা উদ্যোগ। বিডি অ্যাপস্ দ্বারা দুই ঘণ্টার একটি কর্মশালা পরিচালিত হয়- যার মাধ্যমে অংশগ্রহণকারীরা শুধুমাত্র অ্যাপ ডেভেলপমেন্ট দক্ষতা নিশ্চিত করতে পারে না বরং এটি তার জীবন ও পরিবারের উন্নতির জন্যে একটি আয়ের উৎসও নিশ্চিত করবে। সীতাকুণ্ডের যুবক-যুবতিদের অ্যাপ ডেভেলপিং জ্ঞান প্রদানের লক্ষ্যে বিশেষজ্ঞদের দ্বারা এ অধিবেশনটি পরিচালিত হয়েছিল এবং তারা জাতীয় অ্যাপ স্টোরের অংশ হবে।৬শ জন অংশগ্রহণকারী গুগল ফর্ম পূরণ করে প্রাক-নিবন্ধনের মাধ্যমে সেশনে অংশ নিয়েছিলেন যার মধ্যে ৫০% মহিলা। এটি অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয় যে, ইতোমধ্যে বেশ কজন  অংশগ্রহণকারী এ উদ্যোগ থেকে আয়-উপার্জন শুরু করেছে।

এমএফজেএফ এর রোড টু লাইট কর্মসূচি সর্বমহলে বিশেষকরে  সীতাকুণ্ডের স্কুল-কলেজের শিক্ষার্থীদের মনে দারুণ রেখাপাত করে। এসএসসি’র মতো পাবলিক পরীক্ষা চলাকালে এখানে পরীক্ষার্থীদের সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে লড়াই করতে হয়। বিএসএ গ্রুপ এর সহায়তায় পরীক্ষার্থীদের স্বার্থে এমএফজেএফ “রোড টু লাইট-এসএসসি ও এইচএসসি কর্মসূচি চালু করেছে। পরীক্ষার দিন যথাসময়ে পরীক্ষার্থীদের যথাসমেয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে একাধিক রুটে এমএফজেএফ এর ব্যানার সম্বলিত পর্যাপ্তসংখ্যক পরীক্ষার্থী ও  তাদের অভিভাবকেরা সেবা গ্রহণ করেন। বিশাল প্রভাব তৈরি করা এ উদ্যোগ টক অব দ্য সীতাকুণ্ড-এ পরিণত হয়।

এমএফজেএফ এর আরেক কর্মসূচি সিভি লেখার কর্মশালা। নতুন স্নাতক ও বেকার যুবকেরা কীভাবে ভালো সিভি লিখে নিয়োগকর্তাদের নজর কাড়বে- তার জন্যে এ আয়োজন। সিভি লেখক নিয়াজ আহমেদ ১২০জন অংশগ্রহণকারীকে সিভি লেখার প্রশিক্ষণ দিয়েছিলেন। সেশনের পর জিপিএইচ ইস্পাত লিমিটেডের এইচআর ট্যালেন্ট সাজ্জাদ হোসেন অংশগ্রহণকারীদের সাক্ষাতকার গ্রহণ করেন। এর মাধ্যমে এমএফজেএফ Cojep Asia নামক একটি আন্তর্জাতিক এনজিও’র সাথে সহযোগিতা শুরু করেছে। এ বেসরকারি সংস্থা শুধুমাত্র এ জ্ঞান ভাগাভাগি সেশনে অর্থায়ন করেনি বরং সীতাকুণ্ডের বীরমুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য শিবির আয়োজন করতেও সম্মত হয়েছে।

এমএফজেএফ এর অনন্য এ উদ্যোগ হচ্ছে, জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা প্রদান। Cojep Asia নামক একটি আন্তর্জাতিক এনজিও’র সহযোগিতায় এ মানবিক কার্যক্রম শুরু হয়। ২০২২ সালের ৯ অক্টোবর সীতাকুণ্ড পৌরসভাসদরের উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ভবনে হেলথ্ ক্যাম্প স্থাপন করা হয়।দেড়শতাধিক মুক্তিযোদ্ধা ও  তাঁদের পরিবারের সদস্যদের ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসাসেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। চিকিৎসাশেষে রোগীদের বিনামূল্যে ওষুধও প্রদান করা হয়। আগামীতে শিল্পাঞ্চল সীতাকুণ্ডের শিল্পকারখানার শ্রমিক-কর্মচারি ও অন্যান্য পেশাজীবীদের চিকিৎসাসেবার আওতায় আনার সিদ্ধান্ত নেয় এমএফজেএফ।

ক্লিন সীতাকুণ্ডের মতো এমএফজেএফ চট্টগ্রামের সমুদ্রসৈকত পতেঙ্গায় ৭ডিসেম্বর ২০২২ পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করেছে। সামনে “COMMON SENCE” ও পেছনে “ক্লিন পতেঙ্গা” লেখা গেঞ্জিপরিহিত প্রায় ৪শ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও এমএফজেএফ এর সদস্যরা এতে অংশ নেয়। সংগীতশিল্পী পার্থ বড়ুয়া ও নিশিতা বড়ুয়ার অংশগ্রহণে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত ছায়াছবি মেইড ইন চিটাগং এর  সেই সাড়াজাগানো গান “ও কালাচান গলার মালা, পেট পুরেদ্দে তুয়ারলাই” সংগীতের সুরমূর্চনা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নৃত্যের অপূর্ব তালে সৈকত এলাকায় তৈরি হয়েছিল ভিন্ন এক আবেষ্টনী। রবি আজিয়াটার পৃষ্টপোষকতা ও চট্টগ্রাম ট্যুরিস্ট পুলিশ ও বিডি ক্লিন এর সহয়োগিতায় আয়োজিত এ সমুদ্রসৈকত পরিস্কার অভিযানে ৪০০ স্বেচ্ছাসেবক শরিক হয় এবং স্থাপন করা হয় বেশকিছু ডাস্টবিন।

এমএফজেএফ এর পানি শোধনাগার প্রকল্প এলাকায় দারুণভাবে সমাদৃত হয়েছে। সীতাকুণ্ডের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সুপেয় পানির তীব্র সঙ্কটে আছে। এ সঙ্কট নিরসনে সীতাকুণ্ড ডিগ্রি কলেজ, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজ, হামিদুল্লাহহাট উচ্চবিদ্যালয় ও হযরত ইয়াছিন শাহ (রা.) তাহফিজুল কোরআন সুন্নীয়া মাদ্রাসা ও এতিমখানায় পানি শোধনাগার প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্যে সুপেয় পানির ব্যবস্থা করেছে। এ প্রকল্পের আওতায় ক্রমান্বয়ে এলাকার আরও শিক্ষাপ্রতিষ্ঠান আসবে। এছাড়া সংগঠনটি সীতাকুণ্ডে একটি স্যাটেলাইট অর্গানিক ফার্মিং বেড স্থাপনসহ নিজস্ব ভূমিতে বিপিও ও আইটি ল্যাব এবং প্রয়োজনীয় প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের কাজ করছে।

এদিকে এমএফজেএফ ১২ জুলাই ২০২৩ দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে। প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দু’মাসব্যাপী নানান কর্মসূচি গ্রহণ করেছে সংস্থাটি। কোরআন তেলওয়াত, ফুটবল টুর্নামেন্ট,রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সংগীত প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। ৩১ জুলাই ২০২৩ সীতাকুণ্ডসদরের জেলা পরিষদ মিলনায়তনে ( এল কে সিদ্দকী স্কয়ার) প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

লেখক- প্রধান-সম্পাদক, সাপ্তাহিক চাটগাঁর বাণী ও চাটগাঁরবাণীডটকম