১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সম্পাদক মো. আলমগীর পারভেজ ব্যক্তিগত কাজে দেশের বাইরে অবস্থান করায় ব্যবস্থাপনা কমিটির পরিচালক জসিমুল আনোয়ার খানকে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

রবিবার এক অফিস আদেশে এ নির্দেশনা দেন সোসাইটির সম্পাদক মো. আলমগীর পারভেজ। অফিস আদেশে তিনি বলেন, ১২ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ব্যক্তিগত কাজে দেশের বাইরে গমন করায় সোসাইটির দৈনন্দিন রুটিন কাজ সম্পাদনের জন্য ব্যবস্থাপনা কমিটির পরিচালক জসিমুল আনোয়ার খানকে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব অর্পণ করলাম।

প্রসঙ্গত, জসিমুল আনোয়ার খান পটিয়ার পিঙ্গলা মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়, পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহ জাফর আউলিয়া কমিউনিটি ক্লিনিক এবং পাঁচলাইশ মডেল থানা কমিউনিটি বিট পুলিশিং এর সভাপতি। এছাড়াও চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য, চট্টগ্রামের মির্জারপুল আবদুল কাদের জিলানী জামে মসজিদের সহ-সভাপতি, কক্সবাজার চেম্বার অব কর্মাস ইন্ডাস্ট্রি ও নাটাবের পরিচালক। মেট্রোপলিটন শুটিং ক্লাব, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।