১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

আধুনিক প্রযুক্তিনির্ভর গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে এক সভা হয়েছে।

বুধবার (৩০ আগস্ট)  টাইগারপাসস্থ সিটি মেয়রের অফিস কক্ষে কানাডিয়ান প্রতিষ্ঠান লজিক আইটি গ্লোবালের বিপণন প্রধান অনুপম আনন্দ এ বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সভায় জানানো হয়, হাইওয়ে এবং ফ্লাইওভারে অতিরিক্ত গতির যানবাহন সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। উন্নত বিশ্বের আদলে আধুনিক প্রযুক্তিনির্ভর গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব। ক্লাউডনির্ভর ক্যামেরা সিস্টেম ব্যবহার করে স্বনিয়ন্ত্রিতভাবে অতিরিক্ত গতির গাড়ি চিহ্নিত ও প্রযোজ্য ক্ষেত্রে জরিমানা করা সম্ভব-যা সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কমিয়ে সড়ক যোগযোগকে করবে নিরাপদ।

সভায় উপস্থিত ছিলেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেমসহ প্রকৌশলীবৃন্দ।

চসিক মেমন ইপিআই জোনের স্বাস্থ্য কর্মীকে অবসরোত্তর সংবর্ধনা

চসিক মেমন ইপিআই জোনের টেশনিশিয়ান ও স্বাস্থ্যকর্মীদের অবসোত্তর এক সংবর্ধণা অনুষ্ঠানে ক্রেস্ট তুলে দিচ্ছেন ডা. সেলিম আকতার চৌধুরী

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের মেমন ইপিআই জোনের ইপিআই টেশনিশিয়ান ও স্বাস্থ্য সহকারীদের অবসোত্তর এক সংবর্ধনা অনুষ্ঠান গতকাল চসিক জেনারেল হাসপাতাল মিলনায়তনে স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ইনচার্জ ডা. মো. রাশেদুল ইসলাম, ডা. ইফফাত জাহান রাখী, জোনাল মেডিকেল অফিসার ডা. মো. রফিকুল ইসলাম, ডা. তপন কুমার চক্রবর্ত্তী, ডা. মো. হাসান মুরাদ চেীধুরী, ডা. সুমন তালুকদার, ডা. আকিল মাহমুদ নাফে। ভ্যাকসিনেশান ইনচার্জ মো. আবু ছালেহ ও ইপিআই টেকনিশিয়ান মিথুন দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-ডা. জুয়েল মহাজন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স এন্ড ইম্যুনাইজেশন মেডিকেল অফিসার ডা. মো. সরওয়ার আলম। ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত ইপিআই কর্মসূচী সারা বিশ্বে প্রশংসা অর্জন করেছন। এটা সম্ভব হয়েছে আপনাদের উপর অর্পিত দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করার কারণে।  তিনি অবসর গ্রহণকারি কর্মচারিদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পরে সংবর্ধিত ইপিআই টেকনিশিয়ান ও স্বাস্থ্য সহকারীদের ক্রেস্ট এবং উপহার সামগ্রী তুলে দেন।