সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সৈয়দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হাশেম ভূঁইয়ার সহধর্মিনী ও এডভোকেট জসিম উদ্দিন ভূঁইয়া ও ছাত্রলীগ নেতা শিহাব উদ্দীন এর মাতা দিলআফরোজ বেগমের নামাজে জানাজা আজ সকাল ১০টায় ( ২৭জুলাই) সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় কেন্দ্রীয় কৃষকলীগ নেতা নুরুল মোস্তফা কামাল চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ, মুরাদপুর ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দীন রেহানসহ,স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং এলাকার সর্বষ্তরের বহু মানুষ শরীক হন।জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমা দিলআফরোজ বেগমকে সমাহিত করা হয়।
দীর্ঘদিন ধরে অসুস্থ ছাত্রলীগ নেতা ও সংস্কৃতিকর্মী শিহাব উদ্দিনের মা দিলআফরোজ বেগম (৬৪) গতকাল সন্ধ্যায় সীতাকুণ্ড পৌরসভা সদরের বাসায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।