২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ || ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের ৫০তম বার্ষিক সাধারণ সভার পরে বৃহস্পতিবার (২৫ মে) বিকালে কেন্দ্রের মিলনায়তনে নবনির্বাচিত নির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। নবনির্বাচিত চেয়ারম্যান প্রকৌশলী এম. এ. রশীদ, ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) অধ্যাপক ড. প্রকৌশলী রশীদ আহমেদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী রাজীব বড়ুয়া ও সম্মানী সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান দায়িত্ব গ্রহণ করেন। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন এর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইবির সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী এস. এম. মনজুরুল হক মঞ্জু, ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী মো. নুরুজ্জামান, ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি) প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, ভাইস-প্রেসিডেন্ট (এস এন্ড ডব্লিউ) প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু), পিইঞ্জ. ও ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক এন্ড আন্তর্জাতিক) প্রকৌশলী কাজী খায়রুল বাশার। অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মকর্তাবৃন্দসহ বিপুল সংখ্যক কেন্দ্রের কর্পোরেট সদস্যরা সশরীরে অংশগ্রহণ করেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা শুরু হয় এবং এরপর যে সকল প্রকৌশলী মৃত্যুবরণ করেছেন তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। বার্ষিক সাধারণ সভায় কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী এস এম শহিদুল আলম গত বার্ষিক সাধারণ সভার পর থেকে এ পর্যন্ত আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে সম্পাদিত বিভিন্ন কর্মকাণ্ড, জনসম্পৃক্ত ও গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আয়োজিত সেমিনার, কর্মশালা, মুক্ত আলোচনা এবং জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ পালনসহ অন্যান্য সামাজিক কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ সম্বলিত বার্ষিক কর্মকাণ্ডের প্রতিবেদন উপস্থাপন করেন। বার্ষিক প্রতিবেদনের উপর আলোচনার পর প্রকৌশলী নিখিল রঞ্জন দাশ প্রতিবেদনটি অনুমোদনের জন্য প্রস্তাব করেন এবং প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান তা সমর্থন করার পর সর্বসম্মতিক্রমে বার্ষিক প্রতিবেদন অনুমোদন করা হয়। অনুষ্ঠানে কেন্দ্রের নির্বাচনের ফল অবহিত করা হয় এবং নবনির্বাচিত নির্বাহী কমিটি, কাউন্সিল সদস্য ও ইআরসির নির্বাচিত নির্বাহীদের পরিচয় করিয়ে দেয়া হয়। অনুষ্ঠানে বক্তব্যকালে আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে প্রকৌশলীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং দেশ ও জাতির উন্নয়নে স্ব স্ব অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানান। তিনি প্রকৌশলীদের মাঝে সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষে বিভিন্ন কর্মসূচি  পালনের জোর সুপারিশ করেন।