আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) পরিবহন পুলে সম্প্রতি নতুন ৩টি বাস সংযুক্ত হয়েছে।নতুন সংযুক্ত তিনটি বাসের শুভ উদ্বোধনী অনুষ্ঠান সোমবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসি’র উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ।
এসময় আরও উপস্থিত ছিলেন, আইআইইউসি’র উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মাওলা, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, বোর্ড অফ ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. দীন মোহাম্মদ, ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ও বিওটি সদস্য ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমদ চৌধুরী, রেজিস্ট্রার এ এফ এম আক্তারুজ্জামান কায়সার, প্রক্টর ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইফতেখার উদ্দিন, ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট ডিভিশনের পরিচালক ড. মহিউদ্দিন মাহী, এম ডি পি এর পরিচালক মো. আমিন নদভীসহ অন্যান্য অফিসিয়ালস, শিক্ষক এবং কর্মচারীবৃন্দ।