১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) আইন বিভাগের বিভাগের ৩২তম ব্যাচের ছাত্রদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল শনিবার(২৬ নভেম্বর)  সকালে সেন্ট্রাল অডিটোরিয়ামে  অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য শিক্ষাবিদ, বীরমুক্তিযোদ্ধা ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। আইন বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান মো. মনজুর হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসি’র রেজিস্টার এ এফ এম আখতারুজ্জামানকায়সার।

প্রধান অতিথির বক্তৃতায়  ভিসি প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকার উপর আলোকপাত করতে গিয়ে  বলেন, “একজন গরিব-অসহায় বিচারপ্রার্থী মানুষের মুখে হাসিফুটাতে পারে শুধুমাত্র একজন সৎ যোগ্য ও নিষ্ঠাবান আইনজীবী। তোমরাই হবে সেই নিষ্ঠাবান সৎ ও যোগ্য আইনজীবী কিংবা বিচারক, শিক্ষক ও উচ্চপদস্থ কর্মকর্তা”।

তিনি আরও বলেন, “আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আইনবিভাগের ছাত্ররা দেশে-বিদেশে সুনামের সঙ্গে বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে একদিকে বিশ্ববিদ্যালয়ের মুখউজ্জ্বল করছে অন্যদিকে পিতা-মাতা ও নিজেদের লালিত স্বপ্ন পূরণ করে যাচ্ছে”।

বিশেষ অতিথির বক্তব্যে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার এ এফ এম আখতারুজ্জামানকায়সার বলেন, “আইনজীবীরা হলেন সোশ্যাল ইঞ্জিনিয়ার। সুতরাং তোমরা যারা পড়াশুনা শেষ করে কর্মজীবনে প্রবেশ করছো সমাজ বিনির্মাণে তোমাদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে”।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইন বিভাগের শিক্ষক ডক্টর কাজী এরসাদুল হক, প্রাক্তন চেয়ারম্যান মো. রিদওয়ান গনি, মোহাম্মদ নাসির উদ্দিন, আইআইইউসির আইন বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন আইআইইউসির ল’ এল্যামনি অ্যাসোসিয়শনের সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মাহবুবুল হাসান অনু, সম্পাদক রবিউল হোসেন নয়ন, বিভাগের বিভিন্ন সেমিস্টারের ছাত্রবৃন্দসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।অনুষ্ঠানশেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহাফিল পরিচালনা করেন আইআইইউসির আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি ডক্টর মাহমুদুল হাসান।