আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) ইলেকট্রনিক এন্ড টেলি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের “আইআইইউসি টেলিকম ক্লাব ও ইটিই ক্যারিয়ার ফোরাম ” এর যৌথ উদ্যোগে “সাফল্যের জন্য সময়োপযোগী সিভি তৈরি, যথাযত ইন্টারভিউ প্রদান এবং লিংকড ইন” শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
শনিবার (৫ আগস্ট) ইটিই বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ জাহিদুর রাশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসির উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ।
এ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য ড. ইঞ্জিনিয়ার রাশিদ আহমেদ চৌধুরী, প্রক্টর মো.ইফতেখার উদ্দিন এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন ড. মো.শামিমুল হক চৌধুরী৷
সেমিনারের মূল বক্তব্য উপস্থাপন করেন বিশ্বের শীর্ষস্থানীয় টেলি কমিউনিকেশন প্রতিষ্ঠান ‘এরিকসন’ এর পিপল বিজনেস পার্টনার (বাংলাদেশ) মো.খাইরুল বাশার। অত্র বিভাগের শিক্ষার্থী ইফতেখার ইসলাম ইফতির কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং এতে উদ্বোধনী বক্তব্য রাখেন আইআইইউসি টেলিকম ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল গফুর।

প্রধান বক্তা হিসেবে মো. খাইরুল বাশার শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিভাবে স্মার্ট এবং এফিসিয়েন্ট সিভি বানাতে হয়, ইন্টারভিউতে কিভাবে উপস্থিত হতে হয়, কিভাবে ইন্টারভিউতে নিজেকে উপস্থাপন করতে হয় ইত্যাদি সম্পর্কিত বিভিন্ন ব্যবহারিক পরামর্শ উপস্থাপন করেন। তিনি বিভিন্ন উদাহরণের সাহায্যে উদ্ভুত বিভিন্ন পরিস্থিতিতে করণীয় বিস্তারিতভাবে তুলে ধরেন। ইন্টারেকটিভ এ সেশনে শিক্ষার্থীদের প্রশ্ন ও উত্তরের মাধ্যমে স্বতস্ফূর্ত অংশগ্রহণ এই অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে।
অতপর আইআইইউসি টেলিকম ক্লাব ও ইটিই ক্যারিয়ার ফোরামের পক্ষ থেকে উপাচার্য আমন্ত্রিত প্রধান বক্তাকে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করেন এবং এই ধরনের অনুষ্ঠানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন। এধরণের অনুষ্ঠান ভবিষ্যতে আরো আয়োজিত হবে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৈরী আবহাওয়ার মাঝেও শিক্ষার্থীদের উপস্থিতি এবং পুরো অনুষ্ঠানে তাদের আন্তরিক অংশগ্রহণ এই অনুষ্ঠানের স্বার্থকতা এবং সাফল্যকে প্রমাণ করে। শিক্ষার্থীরাও আশা করেন তারা ভবিষ্যতে এই ধরনের আরো অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের দক্ষতা উন্নয়ন করার সুযোগ পাবেন। অনুষ্ঠানের সভাপতি ইটিই ডিপার্টমেন্টের চেয়ারম্যান সৈয়দ জাহিদুর রশিদ ডিপার্টমেন্টের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন এবং সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন।