ডিপার্টমেন্ট অব কম্পিউটার এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিসিই),আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রতিষ্ঠা লগ্নের প্রথমদিকের একটি ডিপার্টমেন্ট -যা প্রতিষ্ঠিত হয় ১৯৯৯সালে। ডিপার্টমেন্টের প্রাক্তন ছাত্ররা ছড়িয়ে আছে দেশ-বিদেশের প্রতিষ্ঠিত সব প্রতিষ্ঠানে। তবে একটি ডিপার্টমেন্ট শুধু একাডেমিক কার্যক্রম দিয়ে চলে না, একাডেমিক জীবনকে গতিশীল করতে এক্সট্রাকারিকুলারঅ্যাক্টিভিটিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিসিই ক্লাবের উদ্যোগে সিসিই ডিপার্টমেন্টের বিশাল আয়োজন সিসিই ফেস্ট-২০২২। এই ফেস্টে ক্লাসের পাশাপাশি বিভিন্ন এক্সট্রাকারিকুলারএক্টিভিটিস, যেমন ২দিনব্যাপি আইওটি ওয়ার্কশপ, আইডিয়া জেনারেশন কম্পিটিশন, প্রোগ্রামিং কন্টেস্ট, ভিডিও এডিটিং ওয়ার্কশপ, সিসিই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় (শনিবার) ১২নভেম্বর দুপুর ২টায় আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সিসিই ফেস্ট-২০২২এর সমাপনী এবং বিভিন্ন ইভেন্টের জয়ীদের মধ্যে পুরষ্কার ও চেক বিতরণ করা হয়।
পবিত্র কুরআন থেকে তেলওয়াত এর মাধম্যে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর সিসিই ডিপার্টমেন্টের একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এবং সাথে ডিপার্টমেন্টের ছাত্ররা পরিবেশন করেন হামদ নাত, মাইম এবং ডিপার্টমেন্টের থিমসং।
উক্ত অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসি’রবোর্ড অব ট্রাস্টের সভাপতি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি এক্সটা কারিকুলারের মাধ্যমে নিজেদের স্কিল ডেভেলপমেন্ট ও লিডারশীপ মাধ্যমে উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বারোপ করতে হবে। সিসিই ডিপার্টমেন্টকে অবকাঠামোগতভাবে আরো সমৃদ্ধ করার পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলমান”।
সিসিই ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং সিসিই ক্লাবের এডভাইজর প্রফেসর ইঞ্জিনিয়ার মো. রাজু আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার এ.এফ.এম. আকতারুজ্জামানকায়সার, ডিপার্টমেন্ট অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচারের চেয়ারম্যান মোহাম্মদ ছরওয়ার আলম, আইআইইউসি’র প্রক্টর ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইফতেখার উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিসিই ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও সিসিই ক্লাবের প্রেসিডেন্ট ড. মোহাম্মেদ সাইফুদ্দিন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সিসিই ডিপার্টমেন্ট এর লেকচারার আরিজ হাফিজ।
উক্ত অনুষ্ঠানের টাইটেল স্পনসর ছিল ইরেভোটেক নোলোজিস লিমিটেড,মাহাদীহাসান স্টুডিও, শিখুন একাডেমি, এন ভি আইটি, সুম, ক্রিস্টাল রয়েলস, এম পেয়ার টেকনোলজিস লিমিটেড, সিসিই ও ইটিই এলামনাই এসোসিয়েশন।
অনুষ্ঠানের এক পর্যায়ে সিসিই ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ইঞ্জিনিয়ার মো. রাজু আহমেদ প্রধান অতিথিকে সম্মাননা স্মারক হিসেবে একটি ক্রেস্ট তুলে দেন। এরপরে বিভিন্ন ইভেন্টের জয়ীদের মধ্যে পুরষ্কার ও চেক বিতরণ করেন প্রধানঅতিথি ও উপস্থিত অতিথিগণ।
বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের নিয়ে ফটোসেশান এর মাধ্যমে এই বিশাল সিসিই ফেস্ট ২০২২ সমাপ্তি ঘটে। এর আগে সিসিই ফেস্টের সমাপ্তি দিনের অনুষ্ঠানের শুরুতে র্যালি এবং কেক কাটা হয়।