আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছরপূর্তি উদযাপন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৩ মে) আইআইইউসির কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসির উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু আজীবন শোষিত মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করেছেন। সবসময় তিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠার পক্ষে ছিলেন। একারণেই বিশ্ব শান্তি পরিষদ ১৯৭৩ সালের ২৩ মে বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রদান করে। বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনী পৃথিবীর ঐ সকল মানুষের জন্য অনুকরণীয়- যারা গরীব দুঃখী মেহনতি ও শোষিত মানুষের অধিকার আদায়ের জন্যে কাজ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চায়।
আইআইইউসির উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, স্বাগত বক্তব্য রাখেন আইআইইউসির রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার।
সভায় আরও উপস্থিত ছিলেন আইআইইউসির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. গিয়াস উদ্দিন হাফিজ, বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মো.শামীমুল হক চৌধুরী, সমাজবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. জাহেদ হোসেন সিকদার, আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন, সিআরপির ডিরেক্টর জেনারেল প্রফেসর ড. মো.নাজমুল হক নদভী। আলোচনাসভা সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ছরওয়ার আলম।
পবিত্র কোরআন তেলওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে আলোচনাসভা শুরু হয়। আইআইইউসির সম্মানিত শিক্ষক-শিক্ষিকা বৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা আলোচনাসভায় উপস্থিত ছিলেন।