সীতাকুণ্ড প্রতিনিধি *
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন নব নির্বাচিত সংসদ সদস্য এসএম আল মামুন ।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে বাড়বকুণ্ড হাইস্কুল মাঠে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব এসএম আল মামুন।
উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম, , সৈয়দপুর ইউপি চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী,বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্যাহ মিয়াজী, মুরাদপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাহার, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন, কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, সলিমপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজীজ, বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলমগীর, আওয়ামী রীগ নেতা সাঈদ মিয়া, সীতাকুণ্ড পৌরসভার কাউন্সিলর শফিউল আলম মুরাদ, কাউন্সিলর ফজলে এলাহী পায়েল, বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওরঙ্গজেব শাবু প্রমুখ