খন রঞ্জন রায় * করোনার কুপ বেশি পড়েছে পোশাক শিল্পে। লণ্ডভণ্ড হয়েছে সঠিক সময়ে প্রণোদনাও পেয়েছে। তার ফল ঘুরে দাঁড়িয়েছে। যথাযথভাবে শ্রমিকরা আত্মনিয়োগ করেছে। আমাদের রফতানির প্রধান এই খাতকে সমুন্নত রাখতে, চলমান রাখতে। নানা চড়াই উৎরাই পেরিয়ে দেশের পোশাক শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম আর বিন্দু বিন্দু ঘামে আমাদের পোশাক শিল্প আলোর মুখ দেখেছে। দেশে-বিদেশে সুনাম অর্জন […]