১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ || ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়ী হওয়ার পর রবিবার  (০৬ জানুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের দফতরসহ তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।  আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।

ঘোষিত মন্ত্রিসভার তালিকায় চট্টগ্রাম অঞ্চল থেকে স্থান পেয়েছেন চারজন। তারা হলেন-  রাঙ্গুনিয়ার সংসদ সদস্য ড. হাছান মাহমুদ, আনোয়ারার সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও কোতোয়ালী-বাকলিয়া আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বান্দরবান আসনের সংসদ সদস্য বীর বাহাদুর উ শৈ সিং।

বীর বাহাদুর উ শৈ সিং পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব, ড. হাছান মাহমুদ পেয়েছেন তথ্য মন্ত্রণালয়, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আর ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। এদের মধ্যে সংসদে একমাত্র নতুন মুখ ব্যারিস্টার নওফেল  ।