দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐক্যফ্রন্টসহ নানা বিষয়ে আলোচনা করতে সোমবার (১৫অক্টোবর) বৈঠকে বসবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা। সন্ধ্যা সাড়ে ৬ টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
উল্লেখ্য, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে রয়েছে জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), জাতীয় পার্টি (কাজী জাফর), কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), খেলাফত মজলিশ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি), ন্যাপ-ভাসানী, পিপলস লীগ, লেবার পার্টি, জমিয়তে উলামা ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ ন্যাপ, সাম্যবাদী দল ও ডেমোক্রেটিক লীগ (ডিএল)।