১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ || ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়ালিকা, বিলবোর্ড, গেট, তোরণ বা ঘের, প্যাণ্ডেল, আলোকসজ্জাসহ প্রচার সামগ্রী এবং নির্বাচনী ক্যাম্প থাকলে তা বুধবার (১৪ নভেম্বর) রাত ১২টার মধ্যে অপসারণ করার নির্দেশনা দেয়া হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে প্রার্থীদের নিজ উদ্যোগে এসব ব্যানার-পোস্টার অপসারণ করার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন।

তিনি  বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে যারা ইতিমধ্যে পোস্টার, ব্যানার, ফেস্টুন দিয়ে প্রচারণা চালিয়েছেন, সেগুলো নিজ উদ্যোগে অপসারণ করে নিতে হবে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

পৌরসভা ও উপজেলা পরিষদ এই সিদ্ধান্ত বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৯ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ নভেম্বর।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ নভেম্বর। প্রতীক বরাদ্দ ৩০ নভেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।