জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক, শব্দনোঙর ও সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি খ্যাতিমান বাচিকশিল্পী হাসান জাহাঙ্গীরের একক আবৃত্তি অনুষ্ঠান `তুমি আসবে বলেই’ শুক্রবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সন্ধ্যা ৬.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের বরেণ্য শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিরা। রবীন্দ্র-নজরুলসহ নবীন-প্রবীন কবিদের কবিতা ও নির্বাচিত গদ্যাংশ শিল্পীর পরিবেশনায় থাকবে।আবৃত্তি অনুষ্ঠানে আবহ সঙ্গীতে থাকবেন কলকাতার আবহ সঙ্গীতশিল্পী শুভ সাহা, তবলায় বাংলাদেশ বেতারের তবলা বাদক ঝুলন দত্ত। অনুষ্ঠানে সবার আমন্ত্রণ।